নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন করে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হারুন রশিদ। এর আগে কিছুদিন পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে ছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তখন আফ্রিদি বলেছিলেন, ১৩৫ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করা ব্যাটারদের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হবে না।
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি সংস্করণে থাকা বেশির ভাগ খেলোয়াড়েরই স্ট্রাইকরেট আকর্ষণীয় নয়। এখানে বিসিবিও কি আফ্রিদির মতো এমন পরিকল্পনা করতে পারে কি না, আজ এ প্রশ্নে জাতীয় দলের নির্বাচকেরা জানিয়েছেন, তাঁরা হাঁটবেন তাঁদের মতো করে। অন্য দেশের নীতি তাঁরা অনুসরণ করবেন না।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের পরিকল্পনা অবশ্যই আছে। এভাবে তো আমরা বলব না। তবে আমরাও চাই একটা মানদণ্ড থাকুক। যে মানদণ্ডের মধ্যে থাকলে আমাদের দল র্যাঙ্কিংয়ে আরও ওপরে আসতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘একটা মানদণ্ড অনুসরণ করলে খেলোয়াড়দেরও সুবিধা। পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। সব মিলে বলব, সব নির্বাচক প্যানেলেরই একটা পদ্ধতি অবশ্যই থাকে। ঠিক সেভাবেই এগোচ্ছি।'
দল গঠনে পাকিস্তানের পথে হাঁটবে না বিসিবি। আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানেরটা ভিন্ন। পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’
নতুন করে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হারুন রশিদ। এর আগে কিছুদিন পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে ছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তখন আফ্রিদি বলেছিলেন, ১৩৫ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করা ব্যাটারদের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হবে না।
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি সংস্করণে থাকা বেশির ভাগ খেলোয়াড়েরই স্ট্রাইকরেট আকর্ষণীয় নয়। এখানে বিসিবিও কি আফ্রিদির মতো এমন পরিকল্পনা করতে পারে কি না, আজ এ প্রশ্নে জাতীয় দলের নির্বাচকেরা জানিয়েছেন, তাঁরা হাঁটবেন তাঁদের মতো করে। অন্য দেশের নীতি তাঁরা অনুসরণ করবেন না।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের পরিকল্পনা অবশ্যই আছে। এভাবে তো আমরা বলব না। তবে আমরাও চাই একটা মানদণ্ড থাকুক। যে মানদণ্ডের মধ্যে থাকলে আমাদের দল র্যাঙ্কিংয়ে আরও ওপরে আসতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘একটা মানদণ্ড অনুসরণ করলে খেলোয়াড়দেরও সুবিধা। পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। সব মিলে বলব, সব নির্বাচক প্যানেলেরই একটা পদ্ধতি অবশ্যই থাকে। ঠিক সেভাবেই এগোচ্ছি।'
দল গঠনে পাকিস্তানের পথে হাঁটবে না বিসিবি। আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানেরটা ভিন্ন। পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
১ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৯ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে