ক্রীড়া ডেস্ক
ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।
ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৩৫ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগে