ক্রীড়া প্রতিবেদক
ঢাকা: জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করেছে মোহামেডান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই অলরাউন্ডারের হাতে। দুই বছর পর ডিপিএল ফেরাটা তাঁর রঙিনই হলো।
এ মৌসুমে সাকিবের কাঁধেই অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে মোহামেডান। টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভালো কিছুর আশা দিয়েছিলেন অধিনায়ক সাকিব। প্রথম ম্যাচে যেন সেটারই ছাপ তাঁর পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সিরিজ কাটানোর পর এদিন ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস। দুই চার আর এক ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৩১.৮১। সাকিবের আউটের পর দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত এক বল হাতে রেখে শাইনপুকুরের ১২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় মোহামেডান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি শাইনপুকুরের কোনো ব্যাটসম্যান। তানজিদ হাসান তামিম করেছেন সর্বোচ্চ ৩০ রান। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।
ঢাকা: জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করেছে মোহামেডান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই অলরাউন্ডারের হাতে। দুই বছর পর ডিপিএল ফেরাটা তাঁর রঙিনই হলো।
এ মৌসুমে সাকিবের কাঁধেই অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে মোহামেডান। টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভালো কিছুর আশা দিয়েছিলেন অধিনায়ক সাকিব। প্রথম ম্যাচে যেন সেটারই ছাপ তাঁর পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সিরিজ কাটানোর পর এদিন ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস। দুই চার আর এক ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৩১.৮১। সাকিবের আউটের পর দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত এক বল হাতে রেখে শাইনপুকুরের ১২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় মোহামেডান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি শাইনপুকুরের কোনো ব্যাটসম্যান। তানজিদ হাসান তামিম করেছেন সর্বোচ্চ ৩০ রান। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
১ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
২ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৩ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৭ ঘণ্টা আগে