ভারতে খেলার সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ২১: ২৩
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১: ২৪

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল যাবে কি না-তা নিয়ে দোলাচল ছিল অনেক দিন। অবশেষে আজ সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে অনুমতি দেওয়া হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বকাপে তাদের দল পাঠানোর অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর ধারাবাহিকতা পাকিস্তান বজায় রেখে আসছে। ভারতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে তাদের ক্রিকেট দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক ভারতে আমাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে অনেক উদ্বিগ্ন। আমরা আমাদের চিন্তার কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ভারতীয় কর্তৃপক্ষকে জানাচ্ছি। আশা করছি, ভারত সফরের সময় পাকিস্তান ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।’ 

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না-সেই ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল পিসিবি। এ ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছিল। এছাড়া ভারতে পর্যবেক্ষক দল পাঠানোর কথা রয়েছে পাকিস্তান সরকারের। জানা গেছে, এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠাবে পাকিস্তান। যেসব মাঠে পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই ভেন্যুগুলো পর্যবেক্ষণ করাই হবে নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান কাজ। ৫ অক্টোবর শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ পর্বের ৯টি ম্যাচ পাকিস্তান খেলবে পাঁচ মাঠে। ভেন্যুগুলো হচ্ছে হায়দরাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা। তবে পাকিস্তানের বেশ কিছু ম্যাচের সূচির পরিবর্তন হতে পারে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত