ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও।
লাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৮ মিনিট আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৪১ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
২ ঘণ্টা আগে