ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে