Ajker Patrika

কোথায় আছেন পাপন, যা বললেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১: ৫৮
কোথায় আছেন পাপন, যা বললেন সুজন

আওয়ামী লীগ সরকারের বিদায়ের সঙ্গে দলটির অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন, কেউ আবার আত্মগোপনে। বিসিবি সভাপতি ও সাবেক যুব-ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনেরও খোঁজ মিলছে না কিছুদিন ধরে। গুঞ্জন রয়েছে, এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।

সরকার পরিবর্তনের সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রিত্ব হারিয়েছেন সাত মাসের মধ্যে। বিসিবিতেও তাঁর পদ থাকবে কি না, তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে চলছে পাপনের পদত্যাগের বিক্ষোভ। পাপন কোথায় আছেন এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারছেন না ঘনিষ্ঠজনেরা।

আজ বিধ্বস্ত আবাহনী ক্লাব দেখতে গিয়েছিলেন ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন ক্রীড়ার সাবেক খেলোয়াড়েরা। সেখানে পাপন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘না কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে।’

লুট হয়ে যাওয়া আবাহনীর ট্রফি, স্মারক ও গুরুত্বপূর্ণ স্মৃতি সমৃদ্ধ জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। তবে জটিলতা বাড়ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নেয় কি না, এ প্রশ্নও থাকছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনো উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটা।’

সুজন জানিয়েছেন, বিসিবির পক্ষে থেকে যতটুকু সমর্থন দেওয়া যায়, তাঁরা দেবেন। এই বোর্ড পরিচালক বলেছেন, ‘অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি, যে সাপোর্টটা মাঠ, লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর যাবে। তারা এটার সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়।’

সুজনের চাওয়া মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশেই হোক। যদি না হয়, সেটা হবে দুর্ভাগ্যজনক, ‘আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত