নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের বিদায়ের সঙ্গে দলটির অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন, কেউ আবার আত্মগোপনে। বিসিবি সভাপতি ও সাবেক যুব-ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনেরও খোঁজ মিলছে না কিছুদিন ধরে। গুঞ্জন রয়েছে, এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।
সরকার পরিবর্তনের সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রিত্ব হারিয়েছেন সাত মাসের মধ্যে। বিসিবিতেও তাঁর পদ থাকবে কি না, তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে চলছে পাপনের পদত্যাগের বিক্ষোভ। পাপন কোথায় আছেন এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারছেন না ঘনিষ্ঠজনেরা।
আজ বিধ্বস্ত আবাহনী ক্লাব দেখতে গিয়েছিলেন ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন ক্রীড়ার সাবেক খেলোয়াড়েরা। সেখানে পাপন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘না কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে।’
লুট হয়ে যাওয়া আবাহনীর ট্রফি, স্মারক ও গুরুত্বপূর্ণ স্মৃতি সমৃদ্ধ জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। তবে জটিলতা বাড়ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নেয় কি না, এ প্রশ্নও থাকছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনো উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটা।’
সুজন জানিয়েছেন, বিসিবির পক্ষে থেকে যতটুকু সমর্থন দেওয়া যায়, তাঁরা দেবেন। এই বোর্ড পরিচালক বলেছেন, ‘অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি, যে সাপোর্টটা মাঠ, লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর যাবে। তারা এটার সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়।’
সুজনের চাওয়া মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশেই হোক। যদি না হয়, সেটা হবে দুর্ভাগ্যজনক, ‘আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে।’
আরও খবর পড়ুন:
আওয়ামী লীগ সরকারের বিদায়ের সঙ্গে দলটির অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন, কেউ আবার আত্মগোপনে। বিসিবি সভাপতি ও সাবেক যুব-ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনেরও খোঁজ মিলছে না কিছুদিন ধরে। গুঞ্জন রয়েছে, এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।
সরকার পরিবর্তনের সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রিত্ব হারিয়েছেন সাত মাসের মধ্যে। বিসিবিতেও তাঁর পদ থাকবে কি না, তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে চলছে পাপনের পদত্যাগের বিক্ষোভ। পাপন কোথায় আছেন এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারছেন না ঘনিষ্ঠজনেরা।
আজ বিধ্বস্ত আবাহনী ক্লাব দেখতে গিয়েছিলেন ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন ক্রীড়ার সাবেক খেলোয়াড়েরা। সেখানে পাপন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘না কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে।’
লুট হয়ে যাওয়া আবাহনীর ট্রফি, স্মারক ও গুরুত্বপূর্ণ স্মৃতি সমৃদ্ধ জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। তবে জটিলতা বাড়ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নেয় কি না, এ প্রশ্নও থাকছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনো উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটা।’
সুজন জানিয়েছেন, বিসিবির পক্ষে থেকে যতটুকু সমর্থন দেওয়া যায়, তাঁরা দেবেন। এই বোর্ড পরিচালক বলেছেন, ‘অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি, যে সাপোর্টটা মাঠ, লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর যাবে। তারা এটার সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়।’
সুজনের চাওয়া মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশেই হোক। যদি না হয়, সেটা হবে দুর্ভাগ্যজনক, ‘আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে।’
আরও খবর পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩০ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে