Ajker Patrika

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৬: ১৫
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি

১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রেখেছে বাংলাদেশের এক আম্পায়ারকেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এশিয়া কাপে আম্পায়ার হিসেবে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন জেসি নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বপ্ন সত্যি হলো। উইমেন্স এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি জানাতে করতে পেরে আনন্দিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় ২০২৪ নারী এশিয়া কাপের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দোয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

কিছুদিন আগে প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারী আম্পায়ারকে ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে আইসিসি। এর মধ্যে জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমাকে আম্পায়ার এবং সুপ্রিয়া রানী দাসকে ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়। 

দুটি গ্রুপে ৮টি দল নিয়ে ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারী এশিয়া কাপ। শেষ হবে ২৮ জুলাই। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে আছে ভারত, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ জুলাই শ্রীলঙ্কায় যাবেন নিগার সুলতানা জ্যোতিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত