ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৪ মিনিট আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২৯ মিনিট আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২ ঘণ্টা আগে