জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে রুদ্ধশ্বাস জয় আয়ারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১৮: ৪৪
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯: ১১

বেলফাস্টে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ঐতিহাসিক টেস্টে বৃষ্টির বাগড়া নিয়মিত চিত্র। মাঠের ক্রিকেটেও দেখা গেছে উইকেট বৃষ্টি। লো স্কোরিং থ্রিলারে শেষ হাসি হেসেছে আইরিশরা।

১৫৮ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২১ রানে ৫ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। টেস্ট ইতিহাসে নবম ম্যাচ খেলতে নেমে আইরিশরা হেরে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না। এমনকি জিম্বাবুয়ে গতকালই ম্যাচ জিততে পারত। তবে বৃষ্টি তৃতীয় দিনের খেলা থামিয়ে যে রোমাঞ্চকর কিছু উপহার দেওয়ার অপেক্ষায় ছিল। শুরুর ধাক্কা কাটিয়ে ৪ উইকেটে একমাত্র টেস্টটি জিতে যায় আইরিশরা।

৫ উইকেটে ৩৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন ৯ ও ৪ রানে শুরু করেন দিনের খেলা। ইতিহাস গড়তে তাঁরা যেন ধনুক ভাঙা পণ নিয়েই খেলতে নেমেছেন। ভড়কে না গিয়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন টাকার ও ম্যাকব্রাইন।দুজনই ফিফটি তুলে নিয়েছেন। টেস্টে এটা টাকারের দ্বিতীয় ফিফটি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ম্যাকব্রাইন পেয়েছেন পঞ্চম ফিফটি।

ষষ্ঠ উইকেটে ১১৮ বলে ৯৬ রানের জুটি গড়েন টাকার ও ম্যাকব্রাইন। যা তাদের টেস্টে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। ২৬তম ওভারের চতুর্থ বলে টাকারকে বোল্ড করে জুটি ভাঙেন ব্লেসিং মুজারাবানি। ৬৪ বলে ১০ চারে ৫৬ রান করেন টাকার। তাতে জিম্বাবুয়ের জয়ের আশা কিছুটা হলেও তৈরি হয়েছিল। তবে সপ্তম উইকেটে ম্যাকব্রাইন ও অ্যাডায়ার ৬৪ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩৭তম ওভারের প্রথম বলে শন উইলিয়ামসকে চার মেরে আইরিশদের টেস্টে দ্বিতীয় জয় এনে দিয়েছেন। টেস্টে প্রথম জয় আয়ারল্যান্ড পেয়েছিল এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে।

জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ম্যাকব্রাইন। ব্যাটিংয়ে ৮৩ রানের পাশাপাশি বোলিংয়ে ৮ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৮২ বলে ৫ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যেখানে ক্রেগ আরভিনের দল ১৪ রানে হারায় শেষ ৬ উইকেট। আইরিশরা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৫০ রানে। ৪০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ের ধস নেমেছে আবারও। সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান করে জিম্বাবুইয়ানরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত