পাপনের পদত্যাগ নিয়ে কী বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ১১
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬: ১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পর্যায় থেকে জানা গেছে, দ্রুতই পদত্যাগ করবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি কবে, কোথায়, কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন, তা এখনো জানা যায়নি। পাপনের পদত্যাগের ব্যাপারে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের পরই পাপনের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যায়। যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব হারানোর পর তাঁর (পাপন) জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টার পদে দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, পদত্যাগে রাজি পাপন। বিসিবির এক পরিচালককে সেটা তিনি (পাপন) জানিয়েছেন। যদিও বোর্ড সভাপতি বর্তমানে কোথায়, তা জানেন না অনেকেই। পাপনের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজ সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন,  ‘বিসিবি সভাপতি পদত্যাগ করতে রাজি হয়েছেন এমন সংবাদ আমি দেখেছি গণমাধ্যমে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে বোর্ড-সংশ্লিষ্ট যাঁরা আছেন, তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সাবেক ক্রিকেটাররাও আছেন সেখানে। আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারব।’

বিসিবি সভাপতি পাপনসহ তাঁর পরিচালনা পর্ষদের শীর্ষ বিভিন্ন পরিচালকদের নানা দুর্নীতি নানা, অপকর্ম, অর্থ আত্মসাৎ নিয়ে সংবাদমাধ্যমে খবর আসছে। এ বিষয়গুলো আসিফ মাহমুদের নজরে এসেছে। ক্রীড়া উপদেষ্টা বলেন,‘ ক্রীড়া ফেডারেশনগুলার অপকর্ম ও দুর্নীতি নিয়ে এই সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যারা এসব অপকর্মে জড়িত তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যে বিসিবির সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে আমার আলাপ হয়েছে। চেষ্টা চলছে নিজ নিজ ক্রীড়া ফেডারেশনের গঠনতন্ত্র যেন গণতান্ত্রিক ধারায় চালিত হয় সেই সিস্টেম চালু করার।  সিস্টেম পুনর্গঠন করার।  আমরা ক্রীড়া ফেডারেশনগুলোতে একনায়কন্ত্রের বিপক্ষে। বিষয়টি নিয়ে করণীয় কাজগুলো প্রক্রিয়াধীন। আমি এখনই এসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আশা করি দ্রুতই আপনাদের একটা সুখবর দিতে পারব।’

অক্টোবরে বাংলাদেশে শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।  বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার গঠনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে আইসিসির ইভেন্টটি আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। জিম্বাবুয়েও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসির ইভেন্টটি বাংলাদেশে আয়োজন নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নারী বিশ্বকাপের ব্যাপারটা আমরা বিবেচনা করছি। আইসিসিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।’ 

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত