ক্রীড়া ডেস্ক
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে এ বছরের শেষেই। বিশ্বকাপের বছরের শুরুতেই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিং-বোলিং কোথাও পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছয় ম্যাচের সিরিজ শেষ হলো আজ। অজিদের পর এ মাসের শেষেই ভারতীয় নারী দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে তিন ম্যাচ। সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ হারিয়েছে ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভারত সিরিজেই কাটিয়ে উঠতে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি নাহিদা আকতার বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টির আগে আমাদের আরও সিরিজ রয়েছে। সামনে আমাদের ভারত সিরিজ রয়েছে। পাঁচটা টি-টোয়েন্টি খেলব। এখানে যে ঘাটতিগুলো ছিল, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কাজ করার। তাই আমরা আশা করছি যে পরবর্তী সিরিজেই ভালো করার চেষ্টা করব।’
ধবলধোলাই এড়াতে বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া আজ লক্ষ্য দিয়েছে ১৫৬ রানের। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫৩ রানেই হারায় ৯ উইকেট। অধিনায়ক জ্যোতির ৩২ রানের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭৮ রান করতে পারে। ক্যারিয়ারে বেশিরভাগ সময় ব্যাটিং অর্ডারের প্রথম দিকে ব্যাটিং করলেও জ্যোতি আজ ব্যাটিং করেছেন ৭ নম্বরে। কেন জ্যোতি সাতে ব্যাটিং করলেন, সেই ব্যাখ্যায় নাহিদা বলেন, ‘এটা কৌশলগত কিছু না। সে (জ্যোতি) অসুস্থ বোধ করছিল। সে কারণে একটু দেরিতে ব্যাটিং করেছে।’
অস্ট্রেলিয়া নারীদের বাংলাদেশ সফর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম। এতদিন পরে এলেও সিরিজজুড়েই দারুণ খেলেছে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেরই বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চাপে পড়লেও সফরকারীরা সহজেই উতড়ে গেছে। অ্যালিসা হিলি, এলিসে পেরির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা খেলেছেন এই সিরিজে। অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশের মেয়েরা অনেক কিছু শিখেছেন বলে মানছেন নাহিদা। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘দেখুন তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আপনারা সবাই তো জানেন। আমরা চেষ্টা করছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো বোলিং, ব্যাটিং করা যায়। যে ঘাটতিগুলো আমাদের হয়েছে, তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’
আরও পড়ুন
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে এ বছরের শেষেই। বিশ্বকাপের বছরের শুরুতেই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিং-বোলিং কোথাও পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছয় ম্যাচের সিরিজ শেষ হলো আজ। অজিদের পর এ মাসের শেষেই ভারতীয় নারী দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে তিন ম্যাচ। সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ হারিয়েছে ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভারত সিরিজেই কাটিয়ে উঠতে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি নাহিদা আকতার বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টির আগে আমাদের আরও সিরিজ রয়েছে। সামনে আমাদের ভারত সিরিজ রয়েছে। পাঁচটা টি-টোয়েন্টি খেলব। এখানে যে ঘাটতিগুলো ছিল, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কাজ করার। তাই আমরা আশা করছি যে পরবর্তী সিরিজেই ভালো করার চেষ্টা করব।’
ধবলধোলাই এড়াতে বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া আজ লক্ষ্য দিয়েছে ১৫৬ রানের। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫৩ রানেই হারায় ৯ উইকেট। অধিনায়ক জ্যোতির ৩২ রানের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭৮ রান করতে পারে। ক্যারিয়ারে বেশিরভাগ সময় ব্যাটিং অর্ডারের প্রথম দিকে ব্যাটিং করলেও জ্যোতি আজ ব্যাটিং করেছেন ৭ নম্বরে। কেন জ্যোতি সাতে ব্যাটিং করলেন, সেই ব্যাখ্যায় নাহিদা বলেন, ‘এটা কৌশলগত কিছু না। সে (জ্যোতি) অসুস্থ বোধ করছিল। সে কারণে একটু দেরিতে ব্যাটিং করেছে।’
অস্ট্রেলিয়া নারীদের বাংলাদেশ সফর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম। এতদিন পরে এলেও সিরিজজুড়েই দারুণ খেলেছে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেরই বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চাপে পড়লেও সফরকারীরা সহজেই উতড়ে গেছে। অ্যালিসা হিলি, এলিসে পেরির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা খেলেছেন এই সিরিজে। অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশের মেয়েরা অনেক কিছু শিখেছেন বলে মানছেন নাহিদা। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘দেখুন তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আপনারা সবাই তো জানেন। আমরা চেষ্টা করছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো বোলিং, ব্যাটিং করা যায়। যে ঘাটতিগুলো আমাদের হয়েছে, তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’
আরও পড়ুন
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে