ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।
চোটের পড়ে তাওহীদ হৃদয়ও নেই টি-টোয়েন্টি সিরিজে। ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলে চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল দারুণ ছন্দে রয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট তাঁর, ইকোনমি ৮.৫০।
লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে নিজেদের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আজ সেন্ট কিটস চলছে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সবশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল বিবেচনায় উইন্ডিজ সফরে বেশ পরিবর্তনই এনেছে বিসিবি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।
চোটের পড়ে তাওহীদ হৃদয়ও নেই টি-টোয়েন্টি সিরিজে। ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলে চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল দারুণ ছন্দে রয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট তাঁর, ইকোনমি ৮.৫০।
লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে নিজেদের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আজ সেন্ট কিটস চলছে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সবশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল বিবেচনায় উইন্ডিজ সফরে বেশ পরিবর্তনই এনেছে বিসিবি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
মেয়েদের ক্রিকেটে আর্থিক সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ১৮ নারী ক্রিকেটারের বেতন ১০ থেকে ২০ হাজার টাকা বাড়ছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনভুক্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগেদুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
১০ ঘণ্টা আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
১২ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগে