Ajker Patrika

নাসিরের ফেরার ম্যাচে তামিমের ঝোড়ো সেঞ্চুরি, রূপগঞ্জের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন নাসির হোসেন। সতীর্থ নুহায়েল সানদিদের সঙ্গে উইকেটের পর উদযাপন করেছেন নাসির। ছবি: সৌজন্য ছবি
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন নাসির হোসেন। সতীর্থ নুহায়েল সানদিদের সঙ্গে উইকেটের পর উদযাপন করেছেন নাসির। ছবি: সৌজন্য ছবি

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ২০ মাস পর ফিরেছেন নাসির হোসেন। ফিরেই ভেলকি দেখিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে মিরপুর শেরেবাংলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সহজেই হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

নাসিরের প্রত্যাবর্তনের দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে তাণ্ডব চালিয়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে রীতিমতো উড়ে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১৮৯ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাইফ হাসান। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৪.৪ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের শেখ মেহেদী হাসান ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভার বোলিং করেছেন ও মেডেন দিয়েছেন ১ ওভার।দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। সাইফ ও সামিউন বশির রাতুল নিয়েছেন একটি করে উইকেট। পারটেক্সের সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া।

১৩০ রানের লক্ষ্যে নেমে ১৮.৩ ওভারে বিনা উইকেটে ১৩২ রান করে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৯তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রাকিবকে লং অফে চার মেরে তানজিদ তামিম এক ঢিলে দুই পাখি মারেন। সেঞ্চুরির পাশাপাশি তামিম দলকে এনে দেন ১০ উইকেটের বিশাল জয়। ৫৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন এই তরুণ বাঁহাতি ব্যাটার। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। লিজেন্ডস অব রূপগঞ্জের আরেক ওপেনার ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

৫৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৩ রান করেছেন তানজিদ হাসান তামিম।ছবি: সৌজন্য ছবি
৫৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৩ রান করেছেন তানজিদ হাসান তামিম।ছবি: সৌজন্য ছবি

প্রত্যাবর্তনের ম্যাচে নাসির খেলেছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪২.১ ওভারে অলআউট হয়েছে ১৫৯ রানে। কোনো ফিফটি নেই তাদের ইনিংসে। রূপগঞ্জ টাইগার্সের মহিউদ্দিন তারেক নিয়েছেন ৩ উইকেট। নাসির ১০ ওভারে ৩১ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে রূপগঞ্জ টাইগার্সের লেগেছে ২০১ বল। ৩৩.৩ ওভারে ২ উইকেটে ১৬৩ রান করেছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অমিত মজুমদার। রূপগঞ্জের এই ওপেনার ৯৮ বলে মেরেছেন ১০ চার। আরেক ওপেনার ৭৯ বলে ৫৩ রান করে আহত অবসর হয়ে ফিরে গেছেন।

সালাহ উদ্দীনের ছেলে নুহায়েল সানদিদের সঙ্গে ডিপিএলে একই দলে খেলছেন নাসির হোসেন। ছবি: ফেসবুক
সালাহ উদ্দীনের ছেলে নুহায়েল সানদিদের সঙ্গে ডিপিএলে একই দলে খেলছেন নাসির হোসেন। ছবি: ফেসবুক

বোলিং-ফিল্ডিংয়ে ভালো করলেও ব্যাটিংটা আশানুরূপ হয়নি নাসিরের। ১১ বলে করেছেন ৯ রান। প্রত্যাবর্তনের ম্যাচে নাসির খেলেছেন মোহাম্মদ সালাহ উদ্দীনের ছেলে নুহায়েল সানদিদের সঙ্গে। নাসির ও সানদিদের একসঙ্গে কয়েকটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সালাহ উদ্দীন পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ছেলেটা এখন বড় হয়ে গেছে।’ আর এই ম্যাচের আগে নাসির সবশেষ ম্যাচ খেলেছেন আটলান্টা রাইডার্সের হয়ে গত বছরের আগস্টে ইউএস মাস্টার্স টি-টেনে। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টেক্সাস চার্জার্স।

বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটা তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৩৮ রান। জয়ের লক্ষ্যে নেমে ৪৮.৪ ওভারে ৬ উইকেটে করেছে ২৩৯ রান। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন শুভাগত হোম চৌধুরী। সাত নম্বরে নেমে ৩৫ বলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অগ্রনী ব্যাংকের বাঁহাতি স্পিনার তাইবুর রহমান। ১০ ওভারে ৪১ রানে পেয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত