অধিনায়ক হিসেবে ৩-৪ ওভার এগিয়ে থাকে লিটন, বললেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪৮
লিটনকে নিয়ে কথা বলছেন সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারে খারাপ সময় আসতে পারে। লিটন দাসেরও সেই সময় কাটছে। তবে সেটি নিয়ে মোটেও চিন্তিত নন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উল্টো বাংলাদেশ উইকেটরক্ষক নেতৃত্ব দেখে মুগ্ধ তিনি।

গত নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হয়েছেন সালাউদ্দিন। দায়িত্ব পাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজেই ছিল তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে বাংলাদেশ লিটনের নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। জয়ে বছর শেষ করতে পারায় খুশি সবাই। তবে ব্যাটিংয়ে লিটনের পারফরম্যান্স নিয়ে চিন্তা যে থেকেই যাচ্ছে!

সেটি নিয়েই সালাউদ্দিনের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। ক্যারিবীয় সফরে লিটনের ব্যাটে রানের দেখা না পেলেও বাংলাদেশ দলের সহকারী কোচ অবশ্য উল্টো শিষ্যের প্রশংসায় করেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতেই পারে। টেকনিক্যালি ও খুব একটা সমস্যা নেই। আমার মনে হয়, এখান থেকে সে খুব তাড়াতাড়ি বেরোবে। সে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন, যেকোনো সংস্করণে। এটা আসলে খুব বেশি চিন্তা করারও বিষয় না। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।’

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবর্তমানে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও প্রশংসিত হয়েছে তাঁর নেতৃত্ব। এ নিয়ে সালাউদ্দিনের মন্তব্য, ‘অধিনায়কত্বের কথা যদি বলেন, আসলে খুবই অসাধারণ। আমার কাছে মনে হয়েছে, গত বছর আমরা কুমিল্লাতে (কুমিল্লা ভিক্টোরিয়ানস) লিটনকে অধিনায়কত্ব প্রথম দিয়েছিলাম। হয়তো এ নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক ভেবেচিন্তে নিই। কারণ, আমি একটা মানুষের সবকিছু চিন্তাভাবনা, তার খেলা সম্পর্কে ধারণা, খেলা সম্পর্কে সে কীভাবে দূরদর্শীসম্পন্ন—অনেক কিছু চিন্তা করেই কিন্তু আমি সিদ্ধান্ত নিই। আমার কাছে মনে হয়েছে, সে (লিটন) অধিনায়ক হিসেবে নরমাল যখন খেলা চলে তার চেয়ে ৩-৪ ওভার আগে থাকে। একটা অধিনায়কের বড় গুণ হচ্ছে সে খেলা থেকে এগিয়ে থাকে কিনা।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত