Ajker Patrika

শচীনকে টপকে ১৪ হাজারে দ্রুততম কোহলি

ক্রীড়া ডেস্ক    
হারিস রউফকে চার মেরে ১৪ হাজার রান স্পর্শ করেন কোহলি। ছবি: এএফপি
হারিস রউফকে চার মেরে ১৪ হাজার রান স্পর্শ করেন কোহলি। ছবি: এএফপি

ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ চিরচেনা এক কাভারর ড্রাইভে বিরাট কোহলি বোলার হারিস রউফকে করলেন সীমানা ছাড়া। তাতে গর্জন উঠল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। সে গর্জন কোহলির জন্য। বল সীমানা দড়ি ছোঁয়ার মধ্য দিয়েই যে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে পা রাখলেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার।

ওয়ানডের এই কুলীন ক্লাবে সদস্য সংখ্যা খুব বেশি নয়, নবীনতম সদস্য কোহলিকে ধরে মাত্র তিন জন। অন্য দুজন হলেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে এই দুজন যথাক্রমে ১৮ হাজার ৪২৬ ও ১৪ হাজার ২৩৪ রানের মালিক। রানে দুজনের চেয়ে আপাতত পিছিয়ে থাকলেও একটা জায়গায় দুজনকেই ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪ হাজার রান করার রেকর্ড তাঁর। আগে যে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ভারতীয় এই ব্যাটিং মাস্টার ৩৫০ ইনিংসে ছুঁয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যে মাইলফলক ছুঁতে কোহলির লাগল মাত্র ২৮৭ ইনিংস।

১৪ হাজারে দ্রুততম হওয়ার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেটি অবশ্য পাকিস্তানের ব্যাটিংয়ের সময়। পাকিস্তান ইনিংসের ৪৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন নাসিম শাহর। এই ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬)। পরে খুশদিলের ক্যাচটিও নেন তিনি, তাতে ওয়ানডেতে তাঁর ক্যাচের সংখ্যা দাঁড়ায় ১৫৮। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি ক্যাচ নিয়েছেনই কেবল দুজন—মাহেলা জয়াবর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত