ক্রীড়া ডেস্ক
ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ চিরচেনা এক কাভারর ড্রাইভে বিরাট কোহলি বোলার হারিস রউফকে করলেন সীমানা ছাড়া। তাতে গর্জন উঠল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। সে গর্জন কোহলির জন্য। বল সীমানা দড়ি ছোঁয়ার মধ্য দিয়েই যে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে পা রাখলেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার।
ওয়ানডের এই কুলীন ক্লাবে সদস্য সংখ্যা খুব বেশি নয়, নবীনতম সদস্য কোহলিকে ধরে মাত্র তিন জন। অন্য দুজন হলেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে এই দুজন যথাক্রমে ১৮ হাজার ৪২৬ ও ১৪ হাজার ২৩৪ রানের মালিক। রানে দুজনের চেয়ে আপাতত পিছিয়ে থাকলেও একটা জায়গায় দুজনকেই ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪ হাজার রান করার রেকর্ড তাঁর। আগে যে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ভারতীয় এই ব্যাটিং মাস্টার ৩৫০ ইনিংসে ছুঁয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যে মাইলফলক ছুঁতে কোহলির লাগল মাত্র ২৮৭ ইনিংস।
১৪ হাজারে দ্রুততম হওয়ার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেটি অবশ্য পাকিস্তানের ব্যাটিংয়ের সময়। পাকিস্তান ইনিংসের ৪৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন নাসিম শাহর। এই ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬)। পরে খুশদিলের ক্যাচটিও নেন তিনি, তাতে ওয়ানডেতে তাঁর ক্যাচের সংখ্যা দাঁড়ায় ১৫৮। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি ক্যাচ নিয়েছেনই কেবল দুজন—মাহেলা জয়াবর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।
ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ চিরচেনা এক কাভারর ড্রাইভে বিরাট কোহলি বোলার হারিস রউফকে করলেন সীমানা ছাড়া। তাতে গর্জন উঠল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। সে গর্জন কোহলির জন্য। বল সীমানা দড়ি ছোঁয়ার মধ্য দিয়েই যে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে পা রাখলেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার।
ওয়ানডের এই কুলীন ক্লাবে সদস্য সংখ্যা খুব বেশি নয়, নবীনতম সদস্য কোহলিকে ধরে মাত্র তিন জন। অন্য দুজন হলেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে এই দুজন যথাক্রমে ১৮ হাজার ৪২৬ ও ১৪ হাজার ২৩৪ রানের মালিক। রানে দুজনের চেয়ে আপাতত পিছিয়ে থাকলেও একটা জায়গায় দুজনকেই ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪ হাজার রান করার রেকর্ড তাঁর। আগে যে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ভারতীয় এই ব্যাটিং মাস্টার ৩৫০ ইনিংসে ছুঁয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যে মাইলফলক ছুঁতে কোহলির লাগল মাত্র ২৮৭ ইনিংস।
১৪ হাজারে দ্রুততম হওয়ার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেটি অবশ্য পাকিস্তানের ব্যাটিংয়ের সময়। পাকিস্তান ইনিংসের ৪৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন নাসিম শাহর। এই ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬)। পরে খুশদিলের ক্যাচটিও নেন তিনি, তাতে ওয়ানডেতে তাঁর ক্যাচের সংখ্যা দাঁড়ায় ১৫৮। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি ক্যাচ নিয়েছেনই কেবল দুজন—মাহেলা জয়াবর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২৪ মিনিট আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগে