ক্রীড়া ডেস্ক
প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বুমরা। তবে এই সিরিজে খেলছেন না ভারতীয় এই পেসার।
আগামীকাল গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সতীর্থদের সঙ্গে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছাননি ভারতীয় এই পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র জানিয়েছে, এত তাড়াতাড়ি তাঁকে (বুমরা) মাঠে নামাতে চান না তারা।
২০২২-এর ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন বুমরা। যা এই ভারতীয় পেসারের সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপর চোটে পড়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলেছেন বুমরাহ। ২২.৪৮ গড়ে নিয়েছেন ৩১৯ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টেস্টে। সাদা পোশাকে ৩০ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮ বার।
গুয়াহাটির পর দ্বিতীয় ওয়ানডের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ জানুয়ারি। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শ্রীলঙ্কা সিরিজে ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বুমরা। তবে এই সিরিজে খেলছেন না ভারতীয় এই পেসার।
আগামীকাল গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সতীর্থদের সঙ্গে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছাননি ভারতীয় এই পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র জানিয়েছে, এত তাড়াতাড়ি তাঁকে (বুমরা) মাঠে নামাতে চান না তারা।
২০২২-এর ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন বুমরা। যা এই ভারতীয় পেসারের সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপর চোটে পড়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলেছেন বুমরাহ। ২২.৪৮ গড়ে নিয়েছেন ৩১৯ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টেস্টে। সাদা পোশাকে ৩০ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮ বার।
গুয়াহাটির পর দ্বিতীয় ওয়ানডের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ জানুয়ারি। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শ্রীলঙ্কা সিরিজে ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাকি আর মাত্র এক রাউন্ড। লিগের শেষ রাউন্ড তথা সপ্তম রাউন্ড শুরু আগামীকাল থেকে। তবে এর আগেই ২৫ বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। গত দুই মৌসুম ধরে শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে। তবে এবার আর হতাশ হতে হয়নি।
১১ মিনিট আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১২ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১৩ ঘণ্টা আগে