নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় চলে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত।
ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মাশরাফি। আপাতত দুই ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি নিয়েছেন তিনি। সিলেট পর্বে পরের দুই ম্যাচ খেলবেন না। দেখা যেতে পারে ঢাকার ফিরতি পর্ব থেকে। তবে ঢাকা পর্বে টিম হোটেলে যোগ দেবেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।
ব্যস্ততা, চোটে জর্জর শরীরী ভাষা, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফি স্বতঃস্ফূর্ত সময় পার করছেন না। মাঠে বোলিংয়ে-ফিল্ডিংয়ে ঠিকঠাকমতো পাওয়া যাচ্ছে না তাঁকে। দলও পাঁচ ম্যাচ খেলে সব কটি হেরেছে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে করেছেন ৮ রান।
সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় চলে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত।
ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মাশরাফি। আপাতত দুই ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি নিয়েছেন তিনি। সিলেট পর্বে পরের দুই ম্যাচ খেলবেন না। দেখা যেতে পারে ঢাকার ফিরতি পর্ব থেকে। তবে ঢাকা পর্বে টিম হোটেলে যোগ দেবেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।
ব্যস্ততা, চোটে জর্জর শরীরী ভাষা, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফি স্বতঃস্ফূর্ত সময় পার করছেন না। মাঠে বোলিংয়ে-ফিল্ডিংয়ে ঠিকঠাকমতো পাওয়া যাচ্ছে না তাঁকে। দলও পাঁচ ম্যাচ খেলে সব কটি হেরেছে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে করেছেন ৮ রান।
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
১২ মিনিট আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
৩৫ মিনিট আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগে