ক্রীড়া ডেস্ক
বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডে অধরা টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ছিলেন ইবাদত হোসেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন ২৮ বছর বয়সী পেসার। আইসিসি র্যাঙ্কিংয়ে দিয়েছিলেন বড় লাফ।
ইবাদতের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি বড় অর্জন। আইসিসির জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছে তাঁর নাম। পুরস্কার জিততে হলে ইবাদতকে পেছনে ফেলতে হবে দুই দক্ষিণ আফ্রিকানকে। তারা হলেন—‘বেবি এবি’ তকমা পাওয়া ডেভাল্ড ব্রেভিস ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় কিগান পিটারসেন। তাঁরা দুজনই ব্যাটার।
আইসিসি মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার ইবাদত। এর আগে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা যুব দলের ব্রেভিস সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও শীর্ষ রান সংগ্রাহক। টুর্নামেন্টে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন পিটারসেন। ফাফ ডু প্লেসি-হাশিম আমলাদের অভাব বুঝতেই দেননি তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬১ গড়ে করেন ২৪৪ রান।
নারী ক্যাটাগরিতে জানুয়ারির সেরা হওয়ার দৌড়ে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু লড়বেন ওয়েস্ট ইন্ডিজের ডিন্ড্রা ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইটের সঙ্গে।
গত মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করে আইসিসি পুরস্কার মনোনয়ন কমিটি। তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেন ভোটিং একাডেমি ও ভক্তরা। ভোটিং একাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তাঁরা। ৯০ শতাংশ ভোটই থাকে তাঁদের হাতে।
শুধু নিবন্ধিত সমর্থকেরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন। এর হার ১০ শতাংশ। ইবাদতকে জেতাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও অবদান রাখতে পারেন। এজন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের পর এই ঠিকানায় ঢুকতে হবে।
আইসিসির ডিজিটাল চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডে অধরা টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ছিলেন ইবাদত হোসেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন ২৮ বছর বয়সী পেসার। আইসিসি র্যাঙ্কিংয়ে দিয়েছিলেন বড় লাফ।
ইবাদতের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি বড় অর্জন। আইসিসির জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছে তাঁর নাম। পুরস্কার জিততে হলে ইবাদতকে পেছনে ফেলতে হবে দুই দক্ষিণ আফ্রিকানকে। তারা হলেন—‘বেবি এবি’ তকমা পাওয়া ডেভাল্ড ব্রেভিস ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় কিগান পিটারসেন। তাঁরা দুজনই ব্যাটার।
আইসিসি মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার ইবাদত। এর আগে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা যুব দলের ব্রেভিস সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও শীর্ষ রান সংগ্রাহক। টুর্নামেন্টে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন পিটারসেন। ফাফ ডু প্লেসি-হাশিম আমলাদের অভাব বুঝতেই দেননি তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬১ গড়ে করেন ২৪৪ রান।
নারী ক্যাটাগরিতে জানুয়ারির সেরা হওয়ার দৌড়ে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু লড়বেন ওয়েস্ট ইন্ডিজের ডিন্ড্রা ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইটের সঙ্গে।
গত মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করে আইসিসি পুরস্কার মনোনয়ন কমিটি। তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেন ভোটিং একাডেমি ও ভক্তরা। ভোটিং একাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তাঁরা। ৯০ শতাংশ ভোটই থাকে তাঁদের হাতে।
শুধু নিবন্ধিত সমর্থকেরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন। এর হার ১০ শতাংশ। ইবাদতকে জেতাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও অবদান রাখতে পারেন। এজন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের পর এই ঠিকানায় ঢুকতে হবে।
আইসিসির ডিজিটাল চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৩ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৬ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৬ ঘণ্টা আগে