Ajker Patrika

হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ কাজেই লাগাতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৪
সিরিজের টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ছবি: বিসিবি
সিরিজের টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ছবি: বিসিবি

লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।

সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।

১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।

উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।

শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।

আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত