আইপিএলের প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ২১: ৫৬
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২২: ১৩

দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বশেষ দুই আইপিএলে সময়টা ভালো কাটেনি মোস্তাফিজুর রহমানের। তবে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন বাংলাদেশি পেসার। 

চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই আইপিএলে সেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ফিফটিও স্পর্শ করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১টি।

আগের সেরা বোলিংটা করেছিলেন আইপিএলে নিজের প্রথম আসরে। ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবার সেটাকে ছাড়িয়ে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিধ্বস্ত করে। পঞ্চম ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ৩৫ রানে ফেরানোর পর রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। 

বিরতি দিয়ে নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া ধাক্কা মোস্তাফিজের। এবার ফিরিয়েছেন কোহলি–ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২ তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলিকে ফেরান রাচিন রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দি করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুঁড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি। শেষ দুই ওভারে আরও কোনো উইকেট পাননি তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত