ওমর ফারুক, ঢাকা
বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেও দল যখন জিততে ব্যর্থ, তখন মনের মাঝে বিশাল আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক কিংবা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্র্করামের নামের পাশে বসেও মন ভালো নেই আরিফুল ইসলামের। তাঁর দল যে টুর্নামেন্ট শেষ করেছে অষ্টম হয়ে।
বিশ্বমঞ্চে দলের ব্যর্থতা ও নিজে ঠিকসময়ে পারফর্ম করতে না পারার আক্ষেপের আগুনে পুড়ছেন আরিফুল। ফোনের ওপ্রান্ত থেকে ঠান্ডা স্বরে বলেন, ‘কী আর বলব...একই লাগে বলতে, নতুন কিছু তো নেই।’ নতুন করে কীই-বা বলবেন আরিফুল। তাঁর দল যে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন করে গৌরবের গল্প লিখতে পারেনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ফিরেছে তারা একরাশ হতাশা নিয়ে। গত আসরের চ্যাম্পিয়নরা এবার নেমে এসেছে আটে। ব্যর্থতার মাঝেও দুর্দান্ত খেলা আরিফুলের কাছে তাই বলার মতো কিছু নেই।
আরিফুলের আফসোস আরও বেশি, যে দুটা ম্যাচ দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওই দুই ম্যাচের আগেই প্রতিযোগিতা থেকে দল ছিটকে পড়েছে। তখন টুর্নামেন্টে নিজেদের অবস্থান নির্ধারণ করা ছাড়া আর কিছুই ছিল না। তবু টানা দুই ম্যাচে সেঞ্চুরিকে কিছুতেই হালকাভাবে দেখার সুযোগ নেই। কিন্তু আরিফুলকে যে পোড়াচ্ছে দলের ব্যর্থতা। বলছিলেন, ‘এমন পারফরম্যান্সের পর জেতাটা গুরুত্বপূর্ণ। হারলে অনেক খারাপ লাগে।’
আর সব বাবা-মায়ের মতো আরিফুলের বাবা-মাও ছেলেকে ডাক্তার কিংবা প্রকৌশলী বানানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বড় ভাইকে দেখে ক্রিকেটের প্রতি তাঁর যে ভালোবাসা, সেটি আর শেষ হতে দেননি বাবা-মা। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর আরিফুল এসেছিলেন বিকেএসপিতে পরীক্ষা দিতে। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে বেশ হতাশ হলেও ভেঙে পড়েননি। একটি ক্রিকেট কোচিং সেন্টারে অনুশীলন শুরুর কয়েক মাস পরই সফল, ভর্তি হতে পারলেন বিকেএসপিতে।
এর ছয় বছর পর অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে গড়লেন দারুণ কীর্তি। দীর্ঘ পরিশ্রমের ফল পেয়ে কিছুটা তৃপ্ত আরিফুল বলছিলেন, ‘যে চেষ্টা ও পরিশ্রম করেছিলাম, তার ফল পেয়ে অনেক ভালো লেগেছে। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে এমন কিছু করা এবং সেটা করতে পেরে ভালো লাগা কতটা, ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মাত্রই বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পেরিয়েছেন। অভীষ্ট লক্ষ্য পূরণে এখনো অনেকটা পথ পেরোতে হবে তাঁকে। স্বপ্নের জাতীয় দলে সুযোগ পেতে কঠিন, লম্বা পথটা পাড়ি তিনিও দৃঢ়প্রত্যয়ী। আরিফুলের ভাবনা জুড়ে এখন নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জটাই। দীর্ঘ পথের যাত্রার শুরুতে তিনি চোখ রেখেছেন আগামী মাসে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এরই মধ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন। বলছিলেন, ‘আমার এখন লক্ষ্য মূলত ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে ভালো কিছু করার ইচ্ছা আছে। ধাপে ধাপে এগোতে চাই। দেখা যাক কী হয়। তবে লক্ষ্য অবশ্যই ভালো কিছু করার।’
প্রিমিয়ার লিগে ভালো করে প্রথম শ্রেণির ক্রিকেট...এভাবে একেকটা সিঁড়ি পেরিয়ে এগিয়ে যেতে চান আরিফুল। তাঁর আশা, ধারাবাহিক ভালো করলে একদিন ধরা দেবেই বড় স্বপ্নটা।
বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেও দল যখন জিততে ব্যর্থ, তখন মনের মাঝে বিশাল আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক কিংবা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্র্করামের নামের পাশে বসেও মন ভালো নেই আরিফুল ইসলামের। তাঁর দল যে টুর্নামেন্ট শেষ করেছে অষ্টম হয়ে।
বিশ্বমঞ্চে দলের ব্যর্থতা ও নিজে ঠিকসময়ে পারফর্ম করতে না পারার আক্ষেপের আগুনে পুড়ছেন আরিফুল। ফোনের ওপ্রান্ত থেকে ঠান্ডা স্বরে বলেন, ‘কী আর বলব...একই লাগে বলতে, নতুন কিছু তো নেই।’ নতুন করে কীই-বা বলবেন আরিফুল। তাঁর দল যে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন করে গৌরবের গল্প লিখতে পারেনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ফিরেছে তারা একরাশ হতাশা নিয়ে। গত আসরের চ্যাম্পিয়নরা এবার নেমে এসেছে আটে। ব্যর্থতার মাঝেও দুর্দান্ত খেলা আরিফুলের কাছে তাই বলার মতো কিছু নেই।
আরিফুলের আফসোস আরও বেশি, যে দুটা ম্যাচ দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওই দুই ম্যাচের আগেই প্রতিযোগিতা থেকে দল ছিটকে পড়েছে। তখন টুর্নামেন্টে নিজেদের অবস্থান নির্ধারণ করা ছাড়া আর কিছুই ছিল না। তবু টানা দুই ম্যাচে সেঞ্চুরিকে কিছুতেই হালকাভাবে দেখার সুযোগ নেই। কিন্তু আরিফুলকে যে পোড়াচ্ছে দলের ব্যর্থতা। বলছিলেন, ‘এমন পারফরম্যান্সের পর জেতাটা গুরুত্বপূর্ণ। হারলে অনেক খারাপ লাগে।’
আর সব বাবা-মায়ের মতো আরিফুলের বাবা-মাও ছেলেকে ডাক্তার কিংবা প্রকৌশলী বানানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বড় ভাইকে দেখে ক্রিকেটের প্রতি তাঁর যে ভালোবাসা, সেটি আর শেষ হতে দেননি বাবা-মা। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর আরিফুল এসেছিলেন বিকেএসপিতে পরীক্ষা দিতে। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে বেশ হতাশ হলেও ভেঙে পড়েননি। একটি ক্রিকেট কোচিং সেন্টারে অনুশীলন শুরুর কয়েক মাস পরই সফল, ভর্তি হতে পারলেন বিকেএসপিতে।
এর ছয় বছর পর অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে গড়লেন দারুণ কীর্তি। দীর্ঘ পরিশ্রমের ফল পেয়ে কিছুটা তৃপ্ত আরিফুল বলছিলেন, ‘যে চেষ্টা ও পরিশ্রম করেছিলাম, তার ফল পেয়ে অনেক ভালো লেগেছে। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে এমন কিছু করা এবং সেটা করতে পেরে ভালো লাগা কতটা, ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মাত্রই বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পেরিয়েছেন। অভীষ্ট লক্ষ্য পূরণে এখনো অনেকটা পথ পেরোতে হবে তাঁকে। স্বপ্নের জাতীয় দলে সুযোগ পেতে কঠিন, লম্বা পথটা পাড়ি তিনিও দৃঢ়প্রত্যয়ী। আরিফুলের ভাবনা জুড়ে এখন নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জটাই। দীর্ঘ পথের যাত্রার শুরুতে তিনি চোখ রেখেছেন আগামী মাসে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এরই মধ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন। বলছিলেন, ‘আমার এখন লক্ষ্য মূলত ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে ভালো কিছু করার ইচ্ছা আছে। ধাপে ধাপে এগোতে চাই। দেখা যাক কী হয়। তবে লক্ষ্য অবশ্যই ভালো কিছু করার।’
প্রিমিয়ার লিগে ভালো করে প্রথম শ্রেণির ক্রিকেট...এভাবে একেকটা সিঁড়ি পেরিয়ে এগিয়ে যেতে চান আরিফুল। তাঁর আশা, ধারাবাহিক ভালো করলে একদিন ধরা দেবেই বড় স্বপ্নটা।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১৭ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে