ক্রীড়া ডেস্ক
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। ঘরের মাঠে পাকিস্তান কতটা শক্তিশালী, সেটা তো কারও অজানা নয়। তবে পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদ বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না।
টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ-পাকিস্তান দুই দলই দল ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন সাকিব আল হাসানও। ফিরেছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের সঙ্গে আছেন জাকির হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানার মতো তারকারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, এ বছরের মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট—বর্তমান চক্রে বাংলাদেশ খেলেছে এই চার ম্যাচ।
বাংলাদেশ টেস্টে তেমন একটা ছন্দে না থাকলেও অন্তত পাকিস্তানের চেয়ে একটা জায়গায় এগিয়ে থাকছে। পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে এ বছরের জানুয়ারিতে। লাল বলের প্রধান কোচ জেসন গিলেস্পির অধীনে এটাই এশিয়ার দলটির প্রথম টেস্ট। পাকিস্তান অধিনায়ক মাসুদ গতকাল রাওয়ালপিন্ডিতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তাদের এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বের সব জায়গায় খেলে। দীর্ঘদিন খেলছে। তাদের অভিজ্ঞতা অনেক বেশি। ব্যাটিং-বোলিং সব দিক থেকেই। এমন পিচ বানানোর চেষ্টা করব, যা আমাদের কন্ডিশনের সঙ্গে মানানসই।’
৩৬.৬৭ শতাংশ সাফল্যের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে আছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজসহ এই চক্রে ৯ টেস্ট খেলবেন মাসুদ-বাবর আজমরা। যার মধ্যে ৭টি খেলবে ঘরের মাঠে। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক, পাকিস্তানকে সব বিভাগেই জ্বলে উঠতে হবে বলে মনে করেন মাসুদ। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক ম্যাচ খেলতে হবে। সেরা দুই দল এখনো নির্ধারিত হয়নি। যেকোনো দুই দল হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জয় নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে ইনটেন্ট এবং ইতিবাচক মনোভাব দেখাতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই।’
প্রথম টেস্টের পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাওয়ালপিন্ডি ছাড়তে হবে। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
আরও পড়ুন: টেস্ট দলে ফিরলেন তাসকিন, আছেন সাকিবও
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। ঘরের মাঠে পাকিস্তান কতটা শক্তিশালী, সেটা তো কারও অজানা নয়। তবে পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদ বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না।
টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ-পাকিস্তান দুই দলই দল ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন সাকিব আল হাসানও। ফিরেছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের সঙ্গে আছেন জাকির হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানার মতো তারকারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, এ বছরের মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট—বর্তমান চক্রে বাংলাদেশ খেলেছে এই চার ম্যাচ।
বাংলাদেশ টেস্টে তেমন একটা ছন্দে না থাকলেও অন্তত পাকিস্তানের চেয়ে একটা জায়গায় এগিয়ে থাকছে। পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে এ বছরের জানুয়ারিতে। লাল বলের প্রধান কোচ জেসন গিলেস্পির অধীনে এটাই এশিয়ার দলটির প্রথম টেস্ট। পাকিস্তান অধিনায়ক মাসুদ গতকাল রাওয়ালপিন্ডিতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তাদের এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বের সব জায়গায় খেলে। দীর্ঘদিন খেলছে। তাদের অভিজ্ঞতা অনেক বেশি। ব্যাটিং-বোলিং সব দিক থেকেই। এমন পিচ বানানোর চেষ্টা করব, যা আমাদের কন্ডিশনের সঙ্গে মানানসই।’
৩৬.৬৭ শতাংশ সাফল্যের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে আছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজসহ এই চক্রে ৯ টেস্ট খেলবেন মাসুদ-বাবর আজমরা। যার মধ্যে ৭টি খেলবে ঘরের মাঠে। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক, পাকিস্তানকে সব বিভাগেই জ্বলে উঠতে হবে বলে মনে করেন মাসুদ। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক ম্যাচ খেলতে হবে। সেরা দুই দল এখনো নির্ধারিত হয়নি। যেকোনো দুই দল হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জয় নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে ইনটেন্ট এবং ইতিবাচক মনোভাব দেখাতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই।’
প্রথম টেস্টের পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাওয়ালপিন্ডি ছাড়তে হবে। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
আরও পড়ুন: টেস্ট দলে ফিরলেন তাসকিন, আছেন সাকিবও
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে