ক্রীড়া ডেস্ক
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’
আইসিসির কোনো ইভেন্ট যখন চলে আসে, তখন টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা কেমন তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। চলতি বছরের এপ্রিলে সংবাদমাধ্যমকে শান্ত জানিয়েছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। তাঁর কণ্ঠে আজও শোনা গেল একই সুর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই তো স্বপ্ন থাকে। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, তখন বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া, প্রস্তুতি ঠিক আছে কি না, এই জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে মনে হয় ফলটা আসবে। চূড়ান্ত লক্ষ্য তো আমরা সবাই জানি যে দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। যেগুলো আমরা কখনো অতীতে করতে পারিনি, তেমন ফল করতে চাই।’
আরও পড়ুন:
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’
আইসিসির কোনো ইভেন্ট যখন চলে আসে, তখন টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা কেমন তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। চলতি বছরের এপ্রিলে সংবাদমাধ্যমকে শান্ত জানিয়েছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। তাঁর কণ্ঠে আজও শোনা গেল একই সুর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই তো স্বপ্ন থাকে। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, তখন বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া, প্রস্তুতি ঠিক আছে কি না, এই জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে মনে হয় ফলটা আসবে। চূড়ান্ত লক্ষ্য তো আমরা সবাই জানি যে দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। যেগুলো আমরা কখনো অতীতে করতে পারিনি, তেমন ফল করতে চাই।’
আরও পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে