ক্রীড়া ডেস্ক
শুধু ব্যাটিংয়েই আক্রমণাত্মক নন গ্লেন ফিলিপস। ফিল্ডার হিসেবেও তিনি দুর্দান্ত। আজ হ্যামিল্টন টেস্টে যা করেছেন তা অবিশ্বাস্য। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছেন ফিলিপস।
ফিলিপসের দুর্দান্ত ক্যাচ নেওয়ার পরেই টেস্টের গতিপথ পরিবর্তন হয়ে যায়। নিউজিল্যান্ডের ফিল্ডার যখন ক্যাচটি নেন, তখন দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ২০২। সেখান থেকে ব্যাটিং ধসে ২৩৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। অর্থাৎ, শেষ ৬ উইকেট মাত্র ৩৩ রানে হারিয়েছে সফরকারীরা।
অথচ, চতুর্থ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েছিলেন ডেভিড বেডিংহাম ও পিটারসেন। তাঁদের জুটিটা সেঞ্চুরির পথে ছিল। কিন্তু ৫৯ দশমিক ২ ওভারের সময় ম্যাট হেনরির বলে পিটারসেনের (৪৩ রান) দুর্দান্ত ক্যাচ নেন ফিলিপস। এতে করে ৯৮ রানে ভেঙে যায় দুজনের জুটি। রয়ে যায় ২ রানের ‘দুঃখ’।
অভিষিক্ত পেসার ও’রুর্কে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার অর্ডার ধসিয়ে দেওয়ার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন বেডিংহাম। প্রথম টেস্টে সেঞ্চুরির কাছে গিয়ে ৮৭ রানে আউট হওয়া ব্যাটার আজ করেছেন ১১০ রান। ১৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়। অন্যদিকে অভিষেকে ৫ উইকেট নেওয়া রুর্কে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।
বেডিংহামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৭ রানের লক্ষ্যে দিয়েছে প্রোটিয়ারা। এই রান তাড়া করে জিততে পারলে রেকর্ড গড়বে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ২১২ রান অস্ট্রেলিয়ার। ২৪ বছর আগে কিউইদের মাঠে তাদের হারিয়েই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। এবার নিজেদের জয়ের পালা। জিতলে ২ টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করবে স্বাগতিকেরা। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট চার দিনে জিতেছিল কিউইরা।
রেকর্ড রান তাড়া করতে নেমে ১ উইকেটে ৪০ রান করেছে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৭ রানে ডেভন কনওয়ে আউট হওয়ার পরেই তৃতীয় দিনের খেলা শেষ করে দেন মাঠের দুই আম্পায়ার। ২১ রানে অপরাজিত আছেন টম লাথাম। বাকি ২২৭ রান করতে দুই দিন সময় পাচ্ছে কিউইরা।
শুধু ব্যাটিংয়েই আক্রমণাত্মক নন গ্লেন ফিলিপস। ফিল্ডার হিসেবেও তিনি দুর্দান্ত। আজ হ্যামিল্টন টেস্টে যা করেছেন তা অবিশ্বাস্য। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছেন ফিলিপস।
ফিলিপসের দুর্দান্ত ক্যাচ নেওয়ার পরেই টেস্টের গতিপথ পরিবর্তন হয়ে যায়। নিউজিল্যান্ডের ফিল্ডার যখন ক্যাচটি নেন, তখন দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ২০২। সেখান থেকে ব্যাটিং ধসে ২৩৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। অর্থাৎ, শেষ ৬ উইকেট মাত্র ৩৩ রানে হারিয়েছে সফরকারীরা।
অথচ, চতুর্থ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েছিলেন ডেভিড বেডিংহাম ও পিটারসেন। তাঁদের জুটিটা সেঞ্চুরির পথে ছিল। কিন্তু ৫৯ দশমিক ২ ওভারের সময় ম্যাট হেনরির বলে পিটারসেনের (৪৩ রান) দুর্দান্ত ক্যাচ নেন ফিলিপস। এতে করে ৯৮ রানে ভেঙে যায় দুজনের জুটি। রয়ে যায় ২ রানের ‘দুঃখ’।
অভিষিক্ত পেসার ও’রুর্কে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার অর্ডার ধসিয়ে দেওয়ার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন বেডিংহাম। প্রথম টেস্টে সেঞ্চুরির কাছে গিয়ে ৮৭ রানে আউট হওয়া ব্যাটার আজ করেছেন ১১০ রান। ১৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়। অন্যদিকে অভিষেকে ৫ উইকেট নেওয়া রুর্কে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।
বেডিংহামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৭ রানের লক্ষ্যে দিয়েছে প্রোটিয়ারা। এই রান তাড়া করে জিততে পারলে রেকর্ড গড়বে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ২১২ রান অস্ট্রেলিয়ার। ২৪ বছর আগে কিউইদের মাঠে তাদের হারিয়েই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। এবার নিজেদের জয়ের পালা। জিতলে ২ টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করবে স্বাগতিকেরা। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট চার দিনে জিতেছিল কিউইরা।
রেকর্ড রান তাড়া করতে নেমে ১ উইকেটে ৪০ রান করেছে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৭ রানে ডেভন কনওয়ে আউট হওয়ার পরেই তৃতীয় দিনের খেলা শেষ করে দেন মাঠের দুই আম্পায়ার। ২১ রানে অপরাজিত আছেন টম লাথাম। বাকি ২২৭ রান করতে দুই দিন সময় পাচ্ছে কিউইরা।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে