ক্রীড়া ডেস্ক
অবিশ্বাস্য, রোমাঞ্চকর, নাটকীয়!—কোন বিশেষণে বিশেষায়িত করবেন পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় কে? দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মাঠের বাইরের যে উত্তাপ তার আঁচ ঠিকই পড়ল মাঠে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারেরও বেশি দর্শক পেণ্ডুলামের মতো দুললেন ম্যাচের ভাগ্য নিয়ে। পরতে পরতে রঙ পাল্টানো ম্যাচে শেষ হাসি ভারতের। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হলো রোহিত শর্মাদের।
আর ভারতের এই রোমাঞ্চকর জয়ের নায়ক বিরাট কোহলি। গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, বড় মঞ্চে ফেরার জন্য প্রস্তুত। হলোও তাই। এ যেন এশিয়া কাপে সুপার ফোরে হারের শোধ তুললেন কোহলি। আর এবার পাকিস্তানকে হারিয়ে আনন্দ-অশ্রুই ফেললেন তিনি।
শেষ ওভার থেকে শেষ বলের নাটকীয়তা, কখনো ভাগ্যের ছোঁয়া তো কখনো পাথর বোঝা চাপ— সব ঠেলে ভারতকে জয় এনে দেওয়া ম্যাচ শেষে চোখে জল দেখা গেল কোহলির। এমন এক জয়ের অনুভূতি জানাতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছিলেন না ৩৩ বছর বয়সী ব্যাটার, ‘এটা পরাবাস্তব আবহ। কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। কোনো ধারনা নেই এটা কিভাবে ঘটেছে। আমি সত্যিই কথা খুঁজে পাচ্ছি না। হার্দিকের (পান্ডিয়া) বিশ্বাস ছিল আমরা এটা করতে পারব, যদি আমরা শেষ পর্যন্ত থাকি।’
পান্ডিয়ার বিশ্বাস বিফলে যায়নি। ৩১ রানে চার উইকেট হারালেও কোহলি-পান্ডিয়া মিলে ৭৮ বলে ১১৩ রানের যে জুটি গড়লেন, তা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আরেকটি ‘মহাকাব্যিক’ ইনিংসই বলা চলে। বিশ্বাসের প্রতিদান ঠিকই পেয়েছেন দুজনে। আর তা এমন চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শিরদাঁড়া বেয়ে ঘাম দেওয়া ৪ উইকেটের জয়। যেখানে কোহলি ৫৩ বলে খেললেন নায়কোচিত অপরাজিত ৮২ রানের ইনিংস আর পান্ডিয়ার ৪০ রান।
অবিশ্বাস্য, রোমাঞ্চকর, নাটকীয়!—কোন বিশেষণে বিশেষায়িত করবেন পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় কে? দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মাঠের বাইরের যে উত্তাপ তার আঁচ ঠিকই পড়ল মাঠে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারেরও বেশি দর্শক পেণ্ডুলামের মতো দুললেন ম্যাচের ভাগ্য নিয়ে। পরতে পরতে রঙ পাল্টানো ম্যাচে শেষ হাসি ভারতের। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হলো রোহিত শর্মাদের।
আর ভারতের এই রোমাঞ্চকর জয়ের নায়ক বিরাট কোহলি। গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, বড় মঞ্চে ফেরার জন্য প্রস্তুত। হলোও তাই। এ যেন এশিয়া কাপে সুপার ফোরে হারের শোধ তুললেন কোহলি। আর এবার পাকিস্তানকে হারিয়ে আনন্দ-অশ্রুই ফেললেন তিনি।
শেষ ওভার থেকে শেষ বলের নাটকীয়তা, কখনো ভাগ্যের ছোঁয়া তো কখনো পাথর বোঝা চাপ— সব ঠেলে ভারতকে জয় এনে দেওয়া ম্যাচ শেষে চোখে জল দেখা গেল কোহলির। এমন এক জয়ের অনুভূতি জানাতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছিলেন না ৩৩ বছর বয়সী ব্যাটার, ‘এটা পরাবাস্তব আবহ। কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। কোনো ধারনা নেই এটা কিভাবে ঘটেছে। আমি সত্যিই কথা খুঁজে পাচ্ছি না। হার্দিকের (পান্ডিয়া) বিশ্বাস ছিল আমরা এটা করতে পারব, যদি আমরা শেষ পর্যন্ত থাকি।’
পান্ডিয়ার বিশ্বাস বিফলে যায়নি। ৩১ রানে চার উইকেট হারালেও কোহলি-পান্ডিয়া মিলে ৭৮ বলে ১১৩ রানের যে জুটি গড়লেন, তা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আরেকটি ‘মহাকাব্যিক’ ইনিংসই বলা চলে। বিশ্বাসের প্রতিদান ঠিকই পেয়েছেন দুজনে। আর তা এমন চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শিরদাঁড়া বেয়ে ঘাম দেওয়া ৪ উইকেটের জয়। যেখানে কোহলি ৫৩ বলে খেললেন নায়কোচিত অপরাজিত ৮২ রানের ইনিংস আর পান্ডিয়ার ৪০ রান।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১৯ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগে