ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে বাংলাদেশের কোনো খেলোয়াড় দল পাননি। গতকাল রাতে লন্ডনে হয়ে যায় নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান–তামিম ইকবালদের দলে ভেড়ানোর।
এবার টুর্নামেন্টে খেলার জন্য নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের ১৬ জন ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিল। ১৫ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে নারী ক্রিকেটার ছিলেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। ২০১০ সালে চালু হওয়া ফ্র্যাঞ্চাইজিতে এবারের পুরুষ ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্যাটাগরিতে ১৪ জন ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে ছিলেন সাকিব। প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকার ক্যাটাগরিতে ছিলেন লিটন দাসের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
অন্যদিকে প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে ছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আর বাকি ১০ জন ছিলেন সর্বনিম্ন ক্যাটাগরির দাম নির্ধারণ না করা তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদারদের সঙ্গ এই ক্যাটাগরিতে আছেন নারী পেসার জাহানারাও।
সাকিব-তামিমেদের মতো দল পাননি পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও। তবে পাকিস্তান থেকে দল পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে। আর বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন উদীয়মান পেসার নাসিম। অন্যদিকে আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজ খেলেবেন একসঙ্গে, ম্যানচেস্টার অরিজিনালের হয়ে।
দল না পাওয়ার তালিকায় আছেন মার্ক উড, জেসন রয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো ক্রিকেটাররাও। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে রয়ের দল না পাওয়া। বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলের হয়ে সর্বশেষ মৌসুমে প্রতিটি ম্যাচ খেলা ইংল্যান্ড ওপেনারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। সর্বশেষ মৌসুমে অবশ্য ভালো কিছু করতে পারেননি তিনি। এক ফিফটির বিপরীতে সর্বোচ্চ ৩ বার ডাক মেরেছিলেন।
আগামী ২৩ জুলাই শুরু হবে দ্য হানড্রেড। পুরুষদের সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। আর নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে বাংলাদেশের কোনো খেলোয়াড় দল পাননি। গতকাল রাতে লন্ডনে হয়ে যায় নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান–তামিম ইকবালদের দলে ভেড়ানোর।
এবার টুর্নামেন্টে খেলার জন্য নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের ১৬ জন ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিল। ১৫ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে নারী ক্রিকেটার ছিলেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। ২০১০ সালে চালু হওয়া ফ্র্যাঞ্চাইজিতে এবারের পুরুষ ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্যাটাগরিতে ১৪ জন ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে ছিলেন সাকিব। প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকার ক্যাটাগরিতে ছিলেন লিটন দাসের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
অন্যদিকে প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে ছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আর বাকি ১০ জন ছিলেন সর্বনিম্ন ক্যাটাগরির দাম নির্ধারণ না করা তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদারদের সঙ্গ এই ক্যাটাগরিতে আছেন নারী পেসার জাহানারাও।
সাকিব-তামিমেদের মতো দল পাননি পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও। তবে পাকিস্তান থেকে দল পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে। আর বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন উদীয়মান পেসার নাসিম। অন্যদিকে আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজ খেলেবেন একসঙ্গে, ম্যানচেস্টার অরিজিনালের হয়ে।
দল না পাওয়ার তালিকায় আছেন মার্ক উড, জেসন রয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো ক্রিকেটাররাও। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে রয়ের দল না পাওয়া। বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলের হয়ে সর্বশেষ মৌসুমে প্রতিটি ম্যাচ খেলা ইংল্যান্ড ওপেনারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। সর্বশেষ মৌসুমে অবশ্য ভালো কিছু করতে পারেননি তিনি। এক ফিফটির বিপরীতে সর্বোচ্চ ৩ বার ডাক মেরেছিলেন।
আগামী ২৩ জুলাই শুরু হবে দ্য হানড্রেড। পুরুষদের সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। আর নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ মিনিট আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগে