ক্রীড়া ডেস্ক
রেকর্ড ভাঙাগড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই নিয়মিত ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে লেখা হচ্ছে নতুন কারও নামে। এবার ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন আবরার আহমেদ। পাকিস্তানি লেগ স্পিনার তাতে পেছনে ফেললেন স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরামকে।
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল আবরারের। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। সাদা পোশাকে অভিষেক ম্যাচে ১১ উইকেট ঝুলিতে পুরেছিলেন পাকিস্তানি এই লেগ স্পিনার। মুলতানের পর করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন আবরার। তাতে প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নিলেন এই লেগ স্পিনার, যা পাকিস্তানিদের মধ্যে প্রথম দুই টেস্টের হিসাবে সর্বোচ্চ।
আবরারের আগে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফজল মাহমুদ। ১৯৫২ সালে ভারতের বিপক্ষে ১৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের এই পেসার। পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি পেসার।
প্রথম দুই টেস্টে পাকিস্তানিদের সর্বোচ্চ উইকেট
১.আবরার আহমেদ: ১৭ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২
২.ফজল মাহমুদ: ১৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত; ১৯৫২
৩.জাহিদ মাহমুদ: ১৩ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২
আরিফ বাট: ১৩ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড; ১৯৬৪-৬৫
৪.ওয়াসিম আকরাম: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ১৯৮৫
ইয়াসির শাহ: ১২ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০১৪
মোহাম্মদ জাহিদ: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা; ১৯৯৬-৯৭
রেকর্ড ভাঙাগড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই নিয়মিত ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে লেখা হচ্ছে নতুন কারও নামে। এবার ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন আবরার আহমেদ। পাকিস্তানি লেগ স্পিনার তাতে পেছনে ফেললেন স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরামকে।
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল আবরারের। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। সাদা পোশাকে অভিষেক ম্যাচে ১১ উইকেট ঝুলিতে পুরেছিলেন পাকিস্তানি এই লেগ স্পিনার। মুলতানের পর করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন আবরার। তাতে প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নিলেন এই লেগ স্পিনার, যা পাকিস্তানিদের মধ্যে প্রথম দুই টেস্টের হিসাবে সর্বোচ্চ।
আবরারের আগে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফজল মাহমুদ। ১৯৫২ সালে ভারতের বিপক্ষে ১৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের এই পেসার। পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি পেসার।
প্রথম দুই টেস্টে পাকিস্তানিদের সর্বোচ্চ উইকেট
১.আবরার আহমেদ: ১৭ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২
২.ফজল মাহমুদ: ১৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত; ১৯৫২
৩.জাহিদ মাহমুদ: ১৩ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২
আরিফ বাট: ১৩ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড; ১৯৬৪-৬৫
৪.ওয়াসিম আকরাম: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ১৯৮৫
ইয়াসির শাহ: ১২ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০১৪
মোহাম্মদ জাহিদ: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা; ১৯৯৬-৯৭
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
২ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৩ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
৫ ঘণ্টা আগে