মাগুরা প্রতিনিধি
প্রথমবার জাতীয় নির্বাচনের মাঠে সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি। তাঁর পক্ষে প্রচারণা চালাতে মাগুরায় ছুটে গেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটাররা। এবার তাঁদের নিয়ে সাকিবের নির্বাচনী প্রচারণা করলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি নিজেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন নড়াইল থেকে। তবে নির্বাচনের এমন ব্যস্ততার মাঝেও নিজের এলাকা থেকে তিনি মাগুরায় গিয়ে নির্বাচনী প্রচারণা করলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাকিবের পক্ষে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে ডাকবাংলাতে পৌঁছান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত ও এবার নড়াইল-২ আসনে নৌকার মাঝি। নিজের প্রচারণার মাঝেই একসময়কার ক্রিকেট সতীর্থ সাকিবের পক্ষে সময় বের করে মাগুরায় আসেন ‘ম্যাশ’।
মাশরাফি মাগুরায় আসার আগে বেলা ১১টা থেকে জেলা শহরের ডাকবাংলোতে অবস্থান নেন সাকিব। নির্বাচনের শেষ মুহূর্তে মাশরাফির মাগুরা আসা নিয়ে সকাল থেকেই ছিল মানুষের মাঝে কৌতূহল।
দুপুর সাড়ে ১২টায় সাদা জিপ গাড়িতে মাশরাফি ও তাঁর একটি গাড়িবহর নোমানী ময়দানে পৌঁছালে সাকিবের নির্বাচনী প্রচারণায় সবাই তাঁকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যান। এরপর দেড় ঘণ্টা পর সাকিব ও মাশরাফি একসঙ্গে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
মাগুরায় আসার ব্যাপারে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সাকিব নতুন আসছে রাজনীতিতে। তাই ভাবলাম ওর কাছে আসা উচিত। নিজের নির্বাচনী প্রচারণা রেখে মাগুরায় এসে কোনো ক্ষতি হলো কি না, এই প্রশ্নে মাশরাফি বলেন, ‘ও (সাকিব) তো নতুন আসছে। আর আমি তো পাঁচ বছর ছিলাম। তাই আমার কাছে কয়েক ঘণ্টা কোনো ক্ষতির কারণ নয়।’ মাশরাফি আরও বলেন, ‘মাগুরার প্রতি সড়ক আমি চিনি। এখানকার সবকিছু আমার ভালো চেনা।’
মাশরাফির মাগুরায় আসায় নির্বাচনে সাকিবের জন্য কতটুকু সুবিধা হলো, এ প্রশ্নে সাকিব বলেন, ‘মাশরাফি ভাই ও পাপন (নাজমুল হাসান) ভাই দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু মাশরাফি ভাইয়ের পাঁচ বছরের অভিজ্ঞতা আর পাপন ভাইয়ের অভিজ্ঞতা অনেক দিনের, দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে মাগুরায় মাশরাফি ভাইকে আনা। পাপন ভাই রাজনীতির মানুষ। মাশরাফি ও পাপন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু তাঁরা আমার খেলার সঙ্গে সম্পৃক্ত।’
এরপর একটি খোলা গাড়িতে করে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাশরাফি, সাকিব ও অন্য তারকা ক্রিকেটাররা শহরের দিকে প্রবেশ করেন। এ সময় তাঁরা রাস্তার পাশে থাকা মানুষকে সাকিবকে ভোট দিতে মাশরাফিকে নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায়।
সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি মাগুরা শহরে ২০ মিনিট গাড়িতে করে ঘুরে লিফলেট বিতরণ করেন। এরপর তাঁর নির্বাচনী এলাকা পাশের জেলা নড়াইল-২ আসনের উদ্দেশ্য রওনা দেন।
প্রথমবার জাতীয় নির্বাচনের মাঠে সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি। তাঁর পক্ষে প্রচারণা চালাতে মাগুরায় ছুটে গেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটাররা। এবার তাঁদের নিয়ে সাকিবের নির্বাচনী প্রচারণা করলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি নিজেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন নড়াইল থেকে। তবে নির্বাচনের এমন ব্যস্ততার মাঝেও নিজের এলাকা থেকে তিনি মাগুরায় গিয়ে নির্বাচনী প্রচারণা করলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাকিবের পক্ষে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে ডাকবাংলাতে পৌঁছান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত ও এবার নড়াইল-২ আসনে নৌকার মাঝি। নিজের প্রচারণার মাঝেই একসময়কার ক্রিকেট সতীর্থ সাকিবের পক্ষে সময় বের করে মাগুরায় আসেন ‘ম্যাশ’।
মাশরাফি মাগুরায় আসার আগে বেলা ১১টা থেকে জেলা শহরের ডাকবাংলোতে অবস্থান নেন সাকিব। নির্বাচনের শেষ মুহূর্তে মাশরাফির মাগুরা আসা নিয়ে সকাল থেকেই ছিল মানুষের মাঝে কৌতূহল।
দুপুর সাড়ে ১২টায় সাদা জিপ গাড়িতে মাশরাফি ও তাঁর একটি গাড়িবহর নোমানী ময়দানে পৌঁছালে সাকিবের নির্বাচনী প্রচারণায় সবাই তাঁকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যান। এরপর দেড় ঘণ্টা পর সাকিব ও মাশরাফি একসঙ্গে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
মাগুরায় আসার ব্যাপারে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সাকিব নতুন আসছে রাজনীতিতে। তাই ভাবলাম ওর কাছে আসা উচিত। নিজের নির্বাচনী প্রচারণা রেখে মাগুরায় এসে কোনো ক্ষতি হলো কি না, এই প্রশ্নে মাশরাফি বলেন, ‘ও (সাকিব) তো নতুন আসছে। আর আমি তো পাঁচ বছর ছিলাম। তাই আমার কাছে কয়েক ঘণ্টা কোনো ক্ষতির কারণ নয়।’ মাশরাফি আরও বলেন, ‘মাগুরার প্রতি সড়ক আমি চিনি। এখানকার সবকিছু আমার ভালো চেনা।’
মাশরাফির মাগুরায় আসায় নির্বাচনে সাকিবের জন্য কতটুকু সুবিধা হলো, এ প্রশ্নে সাকিব বলেন, ‘মাশরাফি ভাই ও পাপন (নাজমুল হাসান) ভাই দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু মাশরাফি ভাইয়ের পাঁচ বছরের অভিজ্ঞতা আর পাপন ভাইয়ের অভিজ্ঞতা অনেক দিনের, দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে মাগুরায় মাশরাফি ভাইকে আনা। পাপন ভাই রাজনীতির মানুষ। মাশরাফি ও পাপন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু তাঁরা আমার খেলার সঙ্গে সম্পৃক্ত।’
এরপর একটি খোলা গাড়িতে করে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাশরাফি, সাকিব ও অন্য তারকা ক্রিকেটাররা শহরের দিকে প্রবেশ করেন। এ সময় তাঁরা রাস্তার পাশে থাকা মানুষকে সাকিবকে ভোট দিতে মাশরাফিকে নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায়।
সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি মাগুরা শহরে ২০ মিনিট গাড়িতে করে ঘুরে লিফলেট বিতরণ করেন। এরপর তাঁর নির্বাচনী এলাকা পাশের জেলা নড়াইল-২ আসনের উদ্দেশ্য রওনা দেন।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে