ক্রীড়া ডেস্ক
খেলাটা টি-টোয়েন্টি। কিন্তু বাংলাদেশ যেভাবে গোয়ালিয়রে গতকাল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করল—কে বলবে নাজমুল হোসেন শান্তরা বিশ ওভারের ম্যাচ খেলতে নেমেছেন! সেই তো আগের মতো ‘শুধু আসা, শুধু যাওয়ার’ তাড়া।
১২০ বলের ম্যাচে স্কোর ১২৭, অলআউট ১৯.৫ ওভারে। একে কোনোভাবেই টি-টোয়েন্টিসুলভ বলা যায় না। যেখানে ভারত লক্ষ্য তাড়ায় ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে। বাংলাদেশের হয়ে চাপের মুখে সর্বোচ্চ রান ৩৫—মেহেদী হাসান মিরাজের। শুধু দুজনের স্ট্রাইক রেট ২০০ ছুঁয়েছে—লিটন দাস ও রিশাদ হোসেনের। কিন্তু প্রথমজন ৪ ও দ্বিতীয় জন ফেরেন ১১ রান নিয়ে।
রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জয়ের সাফল্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে সাদা পোশাকের ক্রিকেটে আগেই সিরিজ হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। টি-টোয়েন্টি সিরিজেও বাজে ব্যাটিংয়ে হার। অবশ্য এই সংস্করণে বাংলাদেশের সাফল্য হাতেগোনা। গতরাতে হারের পর শান্তও সেটি স্বীকার করলেন। তবে নিজেদের এত খারাপ দল ভাবতেও নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা এ ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না, আমরা এত খারাপ দল। (উইকেট) একটু স্লো ছিল, আমরা যখন ব্যাটিং করেছি। আমার মনে হয় উইকেট খুব ভালো ছিল। খুব বেশি যে স্লো ছিল তা না।’
পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল—২/২৯। আর তিন অঙ্ক ছোঁয়ার আগেই হারায় ৭ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার দৃশ্য এ আর নতুন কী! অনেকবার সমস্যার কথা বললেও সমাধান আসেনি। সমস্যাটা কোথায় হচ্ছে শান্ত সেটি আরেকবার বললেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, ‘আমাদের দলের এখন সমস্যা দুটি—মানসিক ও দক্ষতা। সিরিজে ফিরতে হলে এ দুটো জায়গা দ্রুত সমাধান করতে হবে।’
আগামী ২৭ ডিসেম্বর কানপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানে হেরেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন শান্তরা। কানপুর যদি দ্বিতীয় টি-টোয়েন্টি হারেন তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে তারুণ্যনির্ভর ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং হলেও ঘুরে দাঁড়াতে চান শান্তরা। সেই ম্যাচের দিকেই এখন যত মনোযোগ বাংলাদেশ অধিনায়কের, ‘ঘুরে তো অবশ্যই আমাদের দাঁড়াতে হবে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এই সিরিজে যেন আমরা প্রত্যাবর্তন করতে পারি সে চেষ্টা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টিতে যখন অন্য দলগুলো পাওয়ার প্লেতে হার্ড হিটিংয়ে রান করার দিকে নজর দেয়, সেখানে বাংলাদেশ ওয়ানডে মেজাজে ব্যাট চালায়। ওপেনিংয়ে রান তো হচ্ছেই না, উল্টো দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে আসছে। এই সমস্যা নিয়ে শান্ত বলেছেন, ‘পাওয়ার–প্লে তে আমাদের সমস্যা হচ্ছে সত্য। প্রথম ৬ ওভারে বেশি উইকেট পড়েছে। প্রথম ৬ ওভারে যদি ১-২টা উইকেট পড়ত তাহলে হয়তো টেনে নেওয়া যেত। কিন্তু বেশি উইকেট পরায় আমাদের জন্য চাপ হয়ে গিয়েছে। পরে ব্যাট করা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক দিন ধরেই সংগ্রাম করছি এই পাওয়ার প্লেতে। এখান থেকে কামব্যাক করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’
চাপের মুখেও মাহমুদউল্লাহ রিয়াদের মতন অভিজ্ঞ ব্যাটার দ্রুত উইকেট দিয়ে এসেছেন। লিটন খেলতে পারেননি প্রত্যাশিত ইনিংস। ২ বছর পর দলে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন নিজেই নিজের উইকেট দিয়ে এসেছেন। জাকের আলী অনিকের ব্যাটিং কৌশলে দুর্বলতা দেখা দিয়েছে আরও প্রকট হয়ে। দলে পাওয়ার হিটারও নেই। ব্যাটারদের এই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন শান্ত। তবে নির্দিষ্ট কারও ঘাড়ে দোষ দিতে চান না তিনি, ‘আমি আসলে কোনো ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চাই না। আমরা যে ব্যাটিংটা করেছি, আমরা সবাই ভালো ব্যাটিং করিনি। অবশ্যই চাপ থাকবে। আমাদের শট নির্বাচনে আরও সচেতন হতে হবে। আমরা কোন পরিস্থিতিতে কোন শটটা খেলব। বা কোন ধরনের অ্যাপ্রোচ ব্যাটিং করব। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো চিন্তা করার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সঠিক অ্যাপ্রোচে ব্যাটিং করা। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে, এক ম্যাচ খেলে ফেলেছি পরদিন আবার পরিবর্তন করে ফেলব। আবার বুঝতে হবে কোন সময়ে কোন শটটা খেলব।’
খেলাটা টি-টোয়েন্টি। কিন্তু বাংলাদেশ যেভাবে গোয়ালিয়রে গতকাল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করল—কে বলবে নাজমুল হোসেন শান্তরা বিশ ওভারের ম্যাচ খেলতে নেমেছেন! সেই তো আগের মতো ‘শুধু আসা, শুধু যাওয়ার’ তাড়া।
১২০ বলের ম্যাচে স্কোর ১২৭, অলআউট ১৯.৫ ওভারে। একে কোনোভাবেই টি-টোয়েন্টিসুলভ বলা যায় না। যেখানে ভারত লক্ষ্য তাড়ায় ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে। বাংলাদেশের হয়ে চাপের মুখে সর্বোচ্চ রান ৩৫—মেহেদী হাসান মিরাজের। শুধু দুজনের স্ট্রাইক রেট ২০০ ছুঁয়েছে—লিটন দাস ও রিশাদ হোসেনের। কিন্তু প্রথমজন ৪ ও দ্বিতীয় জন ফেরেন ১১ রান নিয়ে।
রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জয়ের সাফল্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে সাদা পোশাকের ক্রিকেটে আগেই সিরিজ হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। টি-টোয়েন্টি সিরিজেও বাজে ব্যাটিংয়ে হার। অবশ্য এই সংস্করণে বাংলাদেশের সাফল্য হাতেগোনা। গতরাতে হারের পর শান্তও সেটি স্বীকার করলেন। তবে নিজেদের এত খারাপ দল ভাবতেও নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা এ ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না, আমরা এত খারাপ দল। (উইকেট) একটু স্লো ছিল, আমরা যখন ব্যাটিং করেছি। আমার মনে হয় উইকেট খুব ভালো ছিল। খুব বেশি যে স্লো ছিল তা না।’
পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল—২/২৯। আর তিন অঙ্ক ছোঁয়ার আগেই হারায় ৭ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার দৃশ্য এ আর নতুন কী! অনেকবার সমস্যার কথা বললেও সমাধান আসেনি। সমস্যাটা কোথায় হচ্ছে শান্ত সেটি আরেকবার বললেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, ‘আমাদের দলের এখন সমস্যা দুটি—মানসিক ও দক্ষতা। সিরিজে ফিরতে হলে এ দুটো জায়গা দ্রুত সমাধান করতে হবে।’
আগামী ২৭ ডিসেম্বর কানপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানে হেরেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন শান্তরা। কানপুর যদি দ্বিতীয় টি-টোয়েন্টি হারেন তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে তারুণ্যনির্ভর ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং হলেও ঘুরে দাঁড়াতে চান শান্তরা। সেই ম্যাচের দিকেই এখন যত মনোযোগ বাংলাদেশ অধিনায়কের, ‘ঘুরে তো অবশ্যই আমাদের দাঁড়াতে হবে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এই সিরিজে যেন আমরা প্রত্যাবর্তন করতে পারি সে চেষ্টা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টিতে যখন অন্য দলগুলো পাওয়ার প্লেতে হার্ড হিটিংয়ে রান করার দিকে নজর দেয়, সেখানে বাংলাদেশ ওয়ানডে মেজাজে ব্যাট চালায়। ওপেনিংয়ে রান তো হচ্ছেই না, উল্টো দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে আসছে। এই সমস্যা নিয়ে শান্ত বলেছেন, ‘পাওয়ার–প্লে তে আমাদের সমস্যা হচ্ছে সত্য। প্রথম ৬ ওভারে বেশি উইকেট পড়েছে। প্রথম ৬ ওভারে যদি ১-২টা উইকেট পড়ত তাহলে হয়তো টেনে নেওয়া যেত। কিন্তু বেশি উইকেট পরায় আমাদের জন্য চাপ হয়ে গিয়েছে। পরে ব্যাট করা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক দিন ধরেই সংগ্রাম করছি এই পাওয়ার প্লেতে। এখান থেকে কামব্যাক করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’
চাপের মুখেও মাহমুদউল্লাহ রিয়াদের মতন অভিজ্ঞ ব্যাটার দ্রুত উইকেট দিয়ে এসেছেন। লিটন খেলতে পারেননি প্রত্যাশিত ইনিংস। ২ বছর পর দলে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন নিজেই নিজের উইকেট দিয়ে এসেছেন। জাকের আলী অনিকের ব্যাটিং কৌশলে দুর্বলতা দেখা দিয়েছে আরও প্রকট হয়ে। দলে পাওয়ার হিটারও নেই। ব্যাটারদের এই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন শান্ত। তবে নির্দিষ্ট কারও ঘাড়ে দোষ দিতে চান না তিনি, ‘আমি আসলে কোনো ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চাই না। আমরা যে ব্যাটিংটা করেছি, আমরা সবাই ভালো ব্যাটিং করিনি। অবশ্যই চাপ থাকবে। আমাদের শট নির্বাচনে আরও সচেতন হতে হবে। আমরা কোন পরিস্থিতিতে কোন শটটা খেলব। বা কোন ধরনের অ্যাপ্রোচ ব্যাটিং করব। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো চিন্তা করার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সঠিক অ্যাপ্রোচে ব্যাটিং করা। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে, এক ম্যাচ খেলে ফেলেছি পরদিন আবার পরিবর্তন করে ফেলব। আবার বুঝতে হবে কোন সময়ে কোন শটটা খেলব।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে