ক্রীড়া ডেস্ক
দেশের মাঠে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে আটকে যায় সাকিব আল হাসানের দেশে আসা। সাকিব সমর্থকেরা মানববন্ধনও করেছিলেন রাজপথে। অনেকে দাবি করেছিলেন, সাকিবকে দেশে ফেরানোর জন্য বিসিবি খুব বেশি সহায়তাও করেনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। আজ বোর্ড সভার আগে মিরপুর শেরেবাংলায় সংবাদমাধ্যমকে বলেন, ‘তার শেষ টেস্ট খেলতে দেয়নি, একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসানের ব্যাপার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যাতে সাকিব আল হাসান যেন দেশ থেকে অবসরে যেতে পারে, আমার চেষ্টাটা আমি করেছি।’
ফারুক মনে করেন, সাকিব শুধুই ক্রিকেটার নন, তাঁরা রাজনৈতিক পরিচয়ও আছে। তাঁর নামে রয়েছে হত্যা মামলা। সরকার ও আইনের ব্যাপার জড়িত সাকিবের সঙ্গে। বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তার আরেকটা পরিচয় আছে, আগের সরকারের একজন এমপি ছিলেন। কিছু মনোভাব আছে। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ আর ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ এক না। আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে চেষ্টা করেছি, সে ১৭ বছর ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখান থেকে অবসর নিতে পারলে ভালো হতো।’
ক্রিকেটের বাইরের কর্মকাণ্ডের কারণেই সাকিবের দেশে ফেরা হয়নি মনে করছেন ফারুক। এটা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে ছিল বললেন তিনি, ‘পাশাপাশি অন্য বিষয়গুলোও দেখতে হবে আমাদের। সব বিষয় মিলে শেষ মুহূর্তে সে আসতে পারেনি। বোর্ডের কিছু করার ছিল না। কারণ এটা পুরোপুরি আইনগত একটা বিষয়, আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত বিষয়। এটা সাকিব আর আইন শৃঙ্খলার ব্যাপার ছিল। বোর্ড কোনো অংশ ছিল না। আমরা বোর্ড যতটুকু সাধ্য নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম।’
দেশের মাঠে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে আটকে যায় সাকিব আল হাসানের দেশে আসা। সাকিব সমর্থকেরা মানববন্ধনও করেছিলেন রাজপথে। অনেকে দাবি করেছিলেন, সাকিবকে দেশে ফেরানোর জন্য বিসিবি খুব বেশি সহায়তাও করেনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। আজ বোর্ড সভার আগে মিরপুর শেরেবাংলায় সংবাদমাধ্যমকে বলেন, ‘তার শেষ টেস্ট খেলতে দেয়নি, একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসানের ব্যাপার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যাতে সাকিব আল হাসান যেন দেশ থেকে অবসরে যেতে পারে, আমার চেষ্টাটা আমি করেছি।’
ফারুক মনে করেন, সাকিব শুধুই ক্রিকেটার নন, তাঁরা রাজনৈতিক পরিচয়ও আছে। তাঁর নামে রয়েছে হত্যা মামলা। সরকার ও আইনের ব্যাপার জড়িত সাকিবের সঙ্গে। বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তার আরেকটা পরিচয় আছে, আগের সরকারের একজন এমপি ছিলেন। কিছু মনোভাব আছে। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ আর ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ এক না। আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে চেষ্টা করেছি, সে ১৭ বছর ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখান থেকে অবসর নিতে পারলে ভালো হতো।’
ক্রিকেটের বাইরের কর্মকাণ্ডের কারণেই সাকিবের দেশে ফেরা হয়নি মনে করছেন ফারুক। এটা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে ছিল বললেন তিনি, ‘পাশাপাশি অন্য বিষয়গুলোও দেখতে হবে আমাদের। সব বিষয় মিলে শেষ মুহূর্তে সে আসতে পারেনি। বোর্ডের কিছু করার ছিল না। কারণ এটা পুরোপুরি আইনগত একটা বিষয়, আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত বিষয়। এটা সাকিব আর আইন শৃঙ্খলার ব্যাপার ছিল। বোর্ড কোনো অংশ ছিল না। আমরা বোর্ড যতটুকু সাধ্য নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম।’
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৪ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে