নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিভার্সিটি ওভালে শান্ত-লাথামদের আগে বৃষ্টি শুরু করেছিল খেলা! স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। তার আগে থেকেই ডানেডিনে বৃষ্টি। মাঠে নামার আগেই এক দফায় বৃষ্টি কেড়ে নেয় ১ ঘণ্টা ১০ মিনিট সময়।
খেলা শুরু হয় বেলা ১২টা ১০ মিনিট থেকে। সময় নষ্ট হওয়ায় ম্যাচ অফিশিয়ালরা বাধ্য হন ম্যাচের পরিধি কমাতে। ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। প্রথম ওভারে বল হাতে পেয়ে বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলামও যেন উইকেট বৃষ্টির ঝরানো শুরু করলেন।
প্রথম বলে শরীফুলকে ৪ মেরে ইনিংস শুরু করেন উইল ইয়ং। ওভারে চতুর্থ ও শেষ বলে রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকোলসকে ফিরিয়ে কিউইদের শুরুতেই বড়সড় ধাক্কা দেন এই বাঁহাতি পেসার। তৃতীয় উইকেটে অবশ্য অধিনায়ক টম লাথাম ও ইয়ংয়ের এক শ পেরোনো এক জুটিতে সেই চাপ মোটামুটি সামলে উঠেছে তারা।
এর মধ্যে ১৩.৫ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টির দাপট। খেলা বন্ধ ছিল প্রায় ঘণ্টাখানেক। আরও ৬ ওভার কমনো হয় ম্যাচ, অর্থাৎ ৪০ ওভারে হচ্ছে খেলা। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয় খেলা। তবে ২৩ মিনিট খেলা হওয়ার পর আবারও মাঠে ফিরেছে বৃষ্টি।
এ প্রতিবেদন পর্যন্ত ১৯.২ ওভারে ওভারে ১০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন ইয়ং-লাথাম। ইতিমধ্যে ১০৩ রানের জুটি গড়েছেন দুজনে। লাথাম ৫১ ও ইয়ং ৪১ রানে ব্যাটিং করছেন।
এর আগে অবশ্য লাথামকে জীবন দিয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে ১৮ রানের সময় বেঁচে যান কিউই অধিনায়ক। শরীরের থেকে বলের খানিকটা দূরত্ব থাকলেও ক্যাচ ছিল একেবারেই সহজ। কিন্তু দলে ফেরা সৌম্য বল হাতে জমাতে পারেননি।
টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারে শরীফুলের জোড়া আঘাত। চার হজম করে বোলিং শুরু করেন শরীফুল। দ্বিতীয় বলে প্রান্ত বদল করায় রাচীন রাবিন্দ্র গিয়েছিলেন ব্যাটিং প্রান্তে। গুড লেংথের অফ স্টাম্পে লাইন ধরে রাখা বল খোঁচা দিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন (০)। বিশ্বকাপে দারুণ সময় পার করে প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো ব্যর্থ হলেন এই ওপেনার।
প্রায় কাছাকাছি ওভারের শেষ ডেলভারি। বাড়তি বাউন্স, অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নিকোলসের (০) ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে। এরপর লাথাম-ইয়ংয়ের জুটি।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, রাচীন রাবিন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিানয়ক), টম ব্লান্ডেল, মার্ক চাম্পম্যান, জস ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ শোধি, জ্যাকব ডাফি, উইল ও’রউকে।
ইউনিভার্সিটি ওভালে শান্ত-লাথামদের আগে বৃষ্টি শুরু করেছিল খেলা! স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। তার আগে থেকেই ডানেডিনে বৃষ্টি। মাঠে নামার আগেই এক দফায় বৃষ্টি কেড়ে নেয় ১ ঘণ্টা ১০ মিনিট সময়।
খেলা শুরু হয় বেলা ১২টা ১০ মিনিট থেকে। সময় নষ্ট হওয়ায় ম্যাচ অফিশিয়ালরা বাধ্য হন ম্যাচের পরিধি কমাতে। ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। প্রথম ওভারে বল হাতে পেয়ে বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলামও যেন উইকেট বৃষ্টির ঝরানো শুরু করলেন।
প্রথম বলে শরীফুলকে ৪ মেরে ইনিংস শুরু করেন উইল ইয়ং। ওভারে চতুর্থ ও শেষ বলে রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকোলসকে ফিরিয়ে কিউইদের শুরুতেই বড়সড় ধাক্কা দেন এই বাঁহাতি পেসার। তৃতীয় উইকেটে অবশ্য অধিনায়ক টম লাথাম ও ইয়ংয়ের এক শ পেরোনো এক জুটিতে সেই চাপ মোটামুটি সামলে উঠেছে তারা।
এর মধ্যে ১৩.৫ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টির দাপট। খেলা বন্ধ ছিল প্রায় ঘণ্টাখানেক। আরও ৬ ওভার কমনো হয় ম্যাচ, অর্থাৎ ৪০ ওভারে হচ্ছে খেলা। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয় খেলা। তবে ২৩ মিনিট খেলা হওয়ার পর আবারও মাঠে ফিরেছে বৃষ্টি।
এ প্রতিবেদন পর্যন্ত ১৯.২ ওভারে ওভারে ১০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন ইয়ং-লাথাম। ইতিমধ্যে ১০৩ রানের জুটি গড়েছেন দুজনে। লাথাম ৫১ ও ইয়ং ৪১ রানে ব্যাটিং করছেন।
এর আগে অবশ্য লাথামকে জীবন দিয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে ১৮ রানের সময় বেঁচে যান কিউই অধিনায়ক। শরীরের থেকে বলের খানিকটা দূরত্ব থাকলেও ক্যাচ ছিল একেবারেই সহজ। কিন্তু দলে ফেরা সৌম্য বল হাতে জমাতে পারেননি।
টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারে শরীফুলের জোড়া আঘাত। চার হজম করে বোলিং শুরু করেন শরীফুল। দ্বিতীয় বলে প্রান্ত বদল করায় রাচীন রাবিন্দ্র গিয়েছিলেন ব্যাটিং প্রান্তে। গুড লেংথের অফ স্টাম্পে লাইন ধরে রাখা বল খোঁচা দিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন (০)। বিশ্বকাপে দারুণ সময় পার করে প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো ব্যর্থ হলেন এই ওপেনার।
প্রায় কাছাকাছি ওভারের শেষ ডেলভারি। বাড়তি বাউন্স, অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নিকোলসের (০) ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে। এরপর লাথাম-ইয়ংয়ের জুটি।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, রাচীন রাবিন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিানয়ক), টম ব্লান্ডেল, মার্ক চাম্পম্যান, জস ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ শোধি, জ্যাকব ডাফি, উইল ও’রউকে।
মিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ভোরে ক্রাইস্টচার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলাগুলো দেখবেন যেসব টিভি চ্যানেলে—
৩ মিনিট আগেপাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
১৫ মিনিট আগে২০১৭-১৮ ও ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুবারই রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ অলরেডরা পেয়েছিল গত বছর। তবে রিয়ালের বিপক্ষে দুই লেগেই হেরে শেষ ষোলোয় বিদায় নেয় লিভারপুল।
৩৪ মিনিট আগেএবারের লিগ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব আর ঢাকা ওয়ান্ডারার্সের জন্য একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আক্ষেপেরও। আক্ষেপ এই কারণে, দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া দুটি ক্লাবই দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে নিজেদের চাওয়ামতো দল গড়তে পারেনি। তবু অংশগ্রহণেই উচ্ছ্বসিত।
৩৫ মিনিট আগে