ক্রীড়া ডেস্ক
ম্যাচের শুরু, শেষ বা মাঝামাঝি—২০২৩ বিশ্বকাপে প্রায়ই দেখা যাচ্ছে আতশবাজি ফাটানো হচ্ছে। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই সাধারণত তা করা হয়। ভারতের ম্যাচের দিন তা একটু অন্য মাত্রা পায়। এবার এ ব্যাপারে কঠোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বায়ুদূষণ বেড়ে যাওয়ায় মূলত আলোক প্রদর্শনী বন্ধের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। মুম্বাই হাইকোর্ট শহরটিতে বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এমন উদ্যোগ নিয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও আলোক প্রদর্শনী করা হবে না বলে জানিয়েছে বিসিসিআইম যেখানে ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আর আগামীকাল, ৭ নভেম্বর ও ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে ভারত-শ্রীলঙ্কা, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ ও বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
আইসিসির সঙ্গে আলোচনা করে মুম্বাই ও দিল্লিতে আলোক প্রদর্শনী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। বিসিসিআই সচিব এক বিবৃতিতে বলেন, ‘আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আমিই বলেছিলাম যে মুম্বাই ও দিল্লিতে বাজি ফাটানোর মাধ্যমে কোনো রকম আলোকচিত্র প্রদর্শনী হবে না। এতে পরিবেশদূষণ অনেক বেড়ে যায়। পরিবেশগত ব্যাপার নিয়ে বোর্ড সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। ভক্ত-সমর্থকদের বৃহত্তর স্বার্থের কথা এখানে ভাবা হচ্ছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাজি ফাটিয়ে উদ্যাপনের পরিবর্তে সবার সুস্বাস্থ্যের কথা আগে ভাবছে বিসিসিআই।’
এর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বাইয়ের দূষিত বাতাসের কথা উল্লেখ করেছিলেন। যেখানে গত কয়েক দিন মুম্বাইয়ের বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল সকালে মুম্বাইয়ের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৬১। গত পরশু সকালে তা ছিল ১৪৩ এবং রোববার ছিল ১৫২। এই সংখ্যাগুলো অনুযায়ী বায়ুদূষণ অত তীব্র নয়। তবে বান্দ্রা উত্তর ও বান্দ্রা কুরলা কমপ্লেক্স—এ দুই এলাকায় একিউআই ২৩৮ ও ২১০, যা তুলনামূলক বিপজ্জনক অবস্থা।
ম্যাচের শুরু, শেষ বা মাঝামাঝি—২০২৩ বিশ্বকাপে প্রায়ই দেখা যাচ্ছে আতশবাজি ফাটানো হচ্ছে। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই সাধারণত তা করা হয়। ভারতের ম্যাচের দিন তা একটু অন্য মাত্রা পায়। এবার এ ব্যাপারে কঠোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বায়ুদূষণ বেড়ে যাওয়ায় মূলত আলোক প্রদর্শনী বন্ধের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। মুম্বাই হাইকোর্ট শহরটিতে বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এমন উদ্যোগ নিয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও আলোক প্রদর্শনী করা হবে না বলে জানিয়েছে বিসিসিআইম যেখানে ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আর আগামীকাল, ৭ নভেম্বর ও ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে ভারত-শ্রীলঙ্কা, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ ও বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
আইসিসির সঙ্গে আলোচনা করে মুম্বাই ও দিল্লিতে আলোক প্রদর্শনী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। বিসিসিআই সচিব এক বিবৃতিতে বলেন, ‘আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আমিই বলেছিলাম যে মুম্বাই ও দিল্লিতে বাজি ফাটানোর মাধ্যমে কোনো রকম আলোকচিত্র প্রদর্শনী হবে না। এতে পরিবেশদূষণ অনেক বেড়ে যায়। পরিবেশগত ব্যাপার নিয়ে বোর্ড সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। ভক্ত-সমর্থকদের বৃহত্তর স্বার্থের কথা এখানে ভাবা হচ্ছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাজি ফাটিয়ে উদ্যাপনের পরিবর্তে সবার সুস্বাস্থ্যের কথা আগে ভাবছে বিসিসিআই।’
এর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বাইয়ের দূষিত বাতাসের কথা উল্লেখ করেছিলেন। যেখানে গত কয়েক দিন মুম্বাইয়ের বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল সকালে মুম্বাইয়ের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৬১। গত পরশু সকালে তা ছিল ১৪৩ এবং রোববার ছিল ১৫২। এই সংখ্যাগুলো অনুযায়ী বায়ুদূষণ অত তীব্র নয়। তবে বান্দ্রা উত্তর ও বান্দ্রা কুরলা কমপ্লেক্স—এ দুই এলাকায় একিউআই ২৩৮ ও ২১০, যা তুলনামূলক বিপজ্জনক অবস্থা।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
২ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে