ক্রীড়া ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই এড়াতে মাঠে নেমেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হচ্ছে ৪২ ওভার করে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছে কিউইরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় এখন ব্যাটিং করছে পাকিস্তান। এ প্রতিবেদন পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান করেছে তারা।
তবে ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-দিল্লি
বিকেল ৪ টা, সরাসরি
পাঞ্জাব-রাজস্থান
রাত ৮টা সরাসরি
টি স্পোর্টস
তৃতীয় ওয়ানডে
পাকিস্তান-নিউজিল্যান্ড
ভোর ৪ টা, সরাসরি
সনি টেন ৫
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-আর্সেনাল
বিকেল ৫টা ৩০ মি. , সরাসরি
অ্যাস্টন ভিলা-নটিংহাম
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
হেইডেনহেইম-লেভারকুসেন
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ১
ফ্রেইবুর্গ-ডর্টমুন্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
ব্রেমেন-এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই এড়াতে মাঠে নেমেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হচ্ছে ৪২ ওভার করে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছে কিউইরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় এখন ব্যাটিং করছে পাকিস্তান। এ প্রতিবেদন পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান করেছে তারা।
তবে ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-দিল্লি
বিকেল ৪ টা, সরাসরি
পাঞ্জাব-রাজস্থান
রাত ৮টা সরাসরি
টি স্পোর্টস
তৃতীয় ওয়ানডে
পাকিস্তান-নিউজিল্যান্ড
ভোর ৪ টা, সরাসরি
সনি টেন ৫
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-আর্সেনাল
বিকেল ৫টা ৩০ মি. , সরাসরি
অ্যাস্টন ভিলা-নটিংহাম
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
হেইডেনহেইম-লেভারকুসেন
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ১
ফ্রেইবুর্গ-ডর্টমুন্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
ব্রেমেন-এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
মুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১০ মিনিট আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
৪১ মিনিট আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
১ ঘণ্টা আগেক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১৪ ঘণ্টা আগে