ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রা চলছেই। আজ বেনোনির উইলিমুর বি পার্কে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে সুপার সিক্স অনেকটা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
প্রতি গ্রুপের সেরা তিন দল খেলবে সুপার সিক্সে। সেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ এরই মধ্যে পেল ৪ পয়েন্ট। আর নেট রানরেট: +০.৬৯১। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হারলেও ৪ পয়েন্টই থেকে যাচ্ছে। রানরেটে গাণিতিকভাবে বাংলাদেশকে পেছনে ফেলা একটু কঠিনই।
উইলিমুর পার্ক বি তে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ বলে লঙ্কান ওপেনার নেথমি সেনারত্নার উইকেট নেন মারুফা আক্তার। রানের খাতা খোলার আগেই বিদায় নেন লঙ্কান এই ওপেনার। তিন ওভার পর আরেক ওপেনার সুমুদু নিসানসালা ড্রেসিংরুমের পথ ধরেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে নিসানসালার উইকেট নেন দিশা বিশ্বাস। ৮ বলে ৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
সেনারত্না ও নিসানসালার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩.৪ ওভারে ২ উইকেটে ২৪ রান। ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন দেওমি বিহঙ্গ। তৃতীয় উইকেট জুটিতে ভিশ্মি গুনারত্নের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন বিহঙ্গ। গুনারত্নে ও বিহঙ্গ দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গকে ফিরিয়ে তৃতীয় উইকেটের জুটি ভাঙেন মারুফা। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৬.২ ওভারে ৩ উইকেটে ১২০ রান। শেষ ২২ বলে ৪৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পূরণ করতে পারেনি। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ভিশ্মি গুনারত্নে। দুই ব্যাটারের ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা। আর ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একটি উইকেট নিয়েছেন রেশমি নেত্রাঞ্জলি। প্রত্যাশার উইকেট নিয়েছেন নেত্রাঞ্জলি। আর মিষ্টি সাহা হয়েছেন রানআউট।
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রা চলছেই। আজ বেনোনির উইলিমুর বি পার্কে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে সুপার সিক্স অনেকটা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
প্রতি গ্রুপের সেরা তিন দল খেলবে সুপার সিক্সে। সেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ এরই মধ্যে পেল ৪ পয়েন্ট। আর নেট রানরেট: +০.৬৯১। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হারলেও ৪ পয়েন্টই থেকে যাচ্ছে। রানরেটে গাণিতিকভাবে বাংলাদেশকে পেছনে ফেলা একটু কঠিনই।
উইলিমুর পার্ক বি তে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ বলে লঙ্কান ওপেনার নেথমি সেনারত্নার উইকেট নেন মারুফা আক্তার। রানের খাতা খোলার আগেই বিদায় নেন লঙ্কান এই ওপেনার। তিন ওভার পর আরেক ওপেনার সুমুদু নিসানসালা ড্রেসিংরুমের পথ ধরেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে নিসানসালার উইকেট নেন দিশা বিশ্বাস। ৮ বলে ৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
সেনারত্না ও নিসানসালার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩.৪ ওভারে ২ উইকেটে ২৪ রান। ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন দেওমি বিহঙ্গ। তৃতীয় উইকেট জুটিতে ভিশ্মি গুনারত্নের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন বিহঙ্গ। গুনারত্নে ও বিহঙ্গ দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গকে ফিরিয়ে তৃতীয় উইকেটের জুটি ভাঙেন মারুফা। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৬.২ ওভারে ৩ উইকেটে ১২০ রান। শেষ ২২ বলে ৪৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পূরণ করতে পারেনি। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ভিশ্মি গুনারত্নে। দুই ব্যাটারের ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা। আর ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একটি উইকেট নিয়েছেন রেশমি নেত্রাঞ্জলি। প্রত্যাশার উইকেট নিয়েছেন নেত্রাঞ্জলি। আর মিষ্টি সাহা হয়েছেন রানআউট।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাকি আর মাত্র এক রাউন্ড। লিগের শেষ রাউন্ড তথা সপ্তম রাউন্ড শুরু আগামীকাল থেকে। তবে এর আগেই ২৫ বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। গত দুই মৌসুম ধরে শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে। তবে এবার আর হতাশ হতে হয়নি।
৭ মিনিট আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১২ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১৩ ঘণ্টা আগে