হাইভোল্টেজ ম্যাচের চাপ সামলে জয়ের নায়ক কোহলি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ১৯: ০২
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২০: ০৩

চাপের মুখে ম্যাচ জেতানো বিরাট কোহলির কাছে নতুন কিছু নয়। তবে এবারের জয়ের মাত্রা যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ বলে নিষ্পত্তি হওয়া আজ সুপার টুয়েলভের ভারত-পাকিস্তান ম্যাচে করেছেন দুর্দান্ত এক ফিফটি। আর এই হাইভোল্টেজ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন কোহলি। 

অবশ্য কোহলির এই ইনিংসের শুরুটা অত মসৃণ ছিল না। প্রথম ২৩ বলে কোহলি করেছিলেন ১৫ রান। সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়েছেন কোহলি। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ  নওয়াজকে ছক্কা মেরে শুরু। এরপর ১৩ থেকে ১৫-এই তিন ওভারেই একটি করে চার মারেন কোহলি। মাঝে দু্‌ই ওভার কোহলি কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি ঠিকই। তবে তা পুষিয়ে দিয়েছেন ১৮তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির এই ওভার থেকে তিনটা চার মারেন। আর শেষ ৮ বলে যখন ২৮ রান দরকার, তখন হারিস রউফকে টানা ছক্কা মেরে ম্যাচের পাল্লা ভারতের দিকে নিয়ে আসেন কোহলি। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সাবেক ভারতীয় অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে কোহলি করেছেন ৩০৮ রান। করেছেন চারটি ফিফটি। স্ট্রাইক রেট ১৩২.৭৫। আর গড়টাও চোখ কপালে ওঠার মতো, ৩০৮। কেননা ৫ ম্যাচের ৪ ম্যাচেই অপরাজিত ছিলেন ভারতের এই টপ অর্ডার ব্যাটার।   

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত