চ্যাম্পিয়নস ট্রফি দেখতে মিরপুরে দর্শকদের চেয়ে সংবাদকর্মী বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০: ২১
চ্যাম্পিয়নস ট্রফি দেখতে মিরপুরে দর্শকদের চেয়ে সংবাদকর্মী বেশি। ছবি: আজকের পত্রিকা

চার দিনের সফর শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে। গত মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর পর ট্রফি প্রথমে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়, সেখানে দুই দিনের সফর শেষে ঢাকায় আসে ট্রফি। ১৫-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে ট্রফি প্রদর্শিত হবে।

গতকাল বসুন্ধরা শপিং মলে প্রদর্শনীতে জনসাধারণের উচ্ছ্বাস চোখে পড়লেও আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রফি নিয়ে তেমন কোনো উন্মাদনা দেখা যায়নি। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরপুরে ট্রফি প্রদর্শনের কথা থাকলেও একটু দেরি করেই শুরু হয় এবং নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়। ট্রফি ট্যুরের সঙ্গে থাকা কর্মকর্তারা তাড়াহুড়া করে প্রদর্শনী শেষ করেন। তবে দর্শকদের তেমন ভিড় ছিল না, সংবাদকর্মীদের উপস্থিতিই ছিল তুলনামূলক বেশি।

দুপুরের দিকে ট্রফি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিসিবির দুই পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও নাজমুল আবেদীন ফাহিম। তবে জাতীয় দলের কোনো ক্রিকেটারের দেখা মেলেনি। বিসিবি পরিচালকদের মধ্যে মিঠুকে দেখা যায় কেবল ট্রফির সঙ্গে ছবি তুলতে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত