ক্রীড়া ডেস্ক
আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে জস বাটলারের সামনে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ প্রস্তুত।আর এই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের ছোটবেলা থেকেই।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও অত সহজ ছিল না। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ইংলিশরা।এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। তারপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে চলে যায় ইংলিশরা। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেন,‘এমন স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। এমন চিন্তা ভাবনা করা অবশ্যই ভালো। শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। যখন আপনি বাগানে আপনার ভাইবোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন এবং শিরোপা উঁচিয়ে ধরার ভান করতেন।’
এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।
ইংল্যান্ড এখন পর্যন্ত দুটো আইসিসি শিরোপা জেতে। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আর ঘরের মাঠে এউইন মরগানের নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।
আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে জস বাটলারের সামনে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ প্রস্তুত।আর এই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের ছোটবেলা থেকেই।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও অত সহজ ছিল না। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ইংলিশরা।এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। তারপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে চলে যায় ইংলিশরা। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেন,‘এমন স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। এমন চিন্তা ভাবনা করা অবশ্যই ভালো। শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। যখন আপনি বাগানে আপনার ভাইবোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন এবং শিরোপা উঁচিয়ে ধরার ভান করতেন।’
এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক।
ইংল্যান্ড এখন পর্যন্ত দুটো আইসিসি শিরোপা জেতে। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আর ঘরের মাঠে এউইন মরগানের নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৬ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৮ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১০ ঘণ্টা আগে