নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১০ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩৩ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩৬ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে