নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
৭ মিনিট আগেএবারের পিএসএলে রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা খেলেছিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। তবে সেই ম্যাচে লাহোরের একাদশে সুযোগ মেলেনি রিশাদের। এক দিন বিরতি দিয়ে আজ লাহোর কালান্দার্স খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায়...
৪০ মিনিট আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ ঘণ্টা আগে