নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩৬ মিনিট আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে