ক্রীড়া ডেস্ক
২০২৫ সাল শুরু হলেও বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা আপাতত নেই। লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বছরের প্রথম দিনে বাংলাদেশের ক্রিকেটারদের কেউ পেয়েছেন সুসংবাদ। কেউ পেয়েছেন দুঃসংবাদ।
নতুন বছরের প্রথম দিন আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক এখন র্যাঙ্কিংয়ের ৩২ নম্বর ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে থাকা লিটনের রেটিং ৫৮৩। লিটন ও মুশফিক সদ্য শেষ হওয়া ২০২৪ সালে টেস্টে ৩৯৪ ও ৩৩১ রান করেছেন। রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন।
২০২৪ সালের শেষভাগে এসে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন দুই ধাপ পিছিয়ে ৬২ নম্বরে অবস্থান করছেন তিনি। শান্তর মতো জাকের আলী অনিকও টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন। যদিও বছরের শেষ ভাগে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দুটি ফিফটি করেছেন জাকের। ক্যারিবীয় সফরে পুরো সময়টা জুড়ে দুর্দান্ত খেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। বছর জুড়ে একের পর এক ঝামেলার মধ্যে থাকা সাকিব আল হাসানের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাকিব দুই ধাপ পিছিয়ে ৬০ নম্বরে আছেন।
ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ২০২৪ সালে টেস্টে মিরাজ দুর্দান্ত খেলেছেন। দুই জায়গাতেই ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গত বছরের সেরা তিনি। ২০২৪ সালে ১০ টেস্টে মিরাজ করেছেন ৬১৪ রান। বোলিংয়ে ৩১ উইকেট পেয়েছেন। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো দুইয়ে রয়েছেন ঠিকই। তবে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে টেস্টে আছেন ৬৩ নম্বরে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে আছেন জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন। রুট, ব্রুক ও উইলিয়ামসনের রেটিং ৮৯৫, ৮৭৬ ও ৮৬৭। ভারতের যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৪। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস। মেলবোর্নে পরশু শেষ হওয়া চতুর্থ টেস্টে দুই ইনিংসে ৮২ ও ৮৪ রান করেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৯ রান করেন জয়সওয়াল।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার পর লাফ দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে রেড্ডি অবস্থান করছেন ৫৩ নম্বরে। মেলবোর্নে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেন ভারতের এই ব্যাটার। ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের রেটিং ৮৪৩ ও ৮৩৭। দুই ক্রিকেটারই এক ধাপ করে এগিয়েছেন। ছয় ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন মার্কো ইয়ানসেন।
২০২৫ সাল শুরু হলেও বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা আপাতত নেই। লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বছরের প্রথম দিনে বাংলাদেশের ক্রিকেটারদের কেউ পেয়েছেন সুসংবাদ। কেউ পেয়েছেন দুঃসংবাদ।
নতুন বছরের প্রথম দিন আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক এখন র্যাঙ্কিংয়ের ৩২ নম্বর ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে থাকা লিটনের রেটিং ৫৮৩। লিটন ও মুশফিক সদ্য শেষ হওয়া ২০২৪ সালে টেস্টে ৩৯৪ ও ৩৩১ রান করেছেন। রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন।
২০২৪ সালের শেষভাগে এসে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন দুই ধাপ পিছিয়ে ৬২ নম্বরে অবস্থান করছেন তিনি। শান্তর মতো জাকের আলী অনিকও টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন। যদিও বছরের শেষ ভাগে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দুটি ফিফটি করেছেন জাকের। ক্যারিবীয় সফরে পুরো সময়টা জুড়ে দুর্দান্ত খেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। বছর জুড়ে একের পর এক ঝামেলার মধ্যে থাকা সাকিব আল হাসানের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাকিব দুই ধাপ পিছিয়ে ৬০ নম্বরে আছেন।
ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ২০২৪ সালে টেস্টে মিরাজ দুর্দান্ত খেলেছেন। দুই জায়গাতেই ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গত বছরের সেরা তিনি। ২০২৪ সালে ১০ টেস্টে মিরাজ করেছেন ৬১৪ রান। বোলিংয়ে ৩১ উইকেট পেয়েছেন। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো দুইয়ে রয়েছেন ঠিকই। তবে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে টেস্টে আছেন ৬৩ নম্বরে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে আছেন জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন। রুট, ব্রুক ও উইলিয়ামসনের রেটিং ৮৯৫, ৮৭৬ ও ৮৬৭। ভারতের যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৪। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস। মেলবোর্নে পরশু শেষ হওয়া চতুর্থ টেস্টে দুই ইনিংসে ৮২ ও ৮৪ রান করেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৯ রান করেন জয়সওয়াল।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার পর লাফ দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে রেড্ডি অবস্থান করছেন ৫৩ নম্বরে। মেলবোর্নে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেন ভারতের এই ব্যাটার। ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের রেটিং ৮৪৩ ও ৮৩৭। দুই ক্রিকেটারই এক ধাপ করে এগিয়েছেন। ছয় ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন মার্কো ইয়ানসেন।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে