ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৯ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে