ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২২ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে