এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবারই প্রথম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইতিমধ্যে ১৭৬.৫৪ স্ট্রাইকরেটে ২৮৬ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে এবারের আইপিএলের তালিকার দুইয়ে।
নারাইনের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। ৩৫ বছর বয়সী তারকাকে আগামী জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নিজেদের দেশে আয়োজন করতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উইন্ডিজ জার্সিতে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে নারাইন তাঁদের হতাশই করলেন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। কলকাতা ওপেনারকে ক্যারিবীয়দের হয়ে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালের আগস্টে। ২০২৩ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ওঠে, জাতীয় দলে ফিরতে পারেন নারাইন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য জানিয়ে দিয়েছে কলকাতা। নারাইনের যে কথা ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি আকারে দিয়েছে সেটি এমন—‘আমি সত্যিই খুশি ও বিনীত যে, আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেক লোক প্রকাশ্যে আমাকে অবসর থেকে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। আমি এই (অবসর) সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করেছি এবং কখনো হতাশ হতে চাই না। দরজা এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের জন্য যারা মাঠে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে তারা খুব কঠোর অনুশীলন করছে এবং সমর্থকদের চমৎকারিত্ব দেখানোটা তাদেরই প্রাপ্য। আরেকটি শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে—তাদের জন্য শুভকামনা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুটি (২০১২ ও ২০১৬) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সমান শিরোপা আছে শুধু ইংল্যান্ডের। ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপ জেতাতে ফাইনালে দারুণ ভূমিকা রেখেছিলেন নারাইন।
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবারই প্রথম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইতিমধ্যে ১৭৬.৫৪ স্ট্রাইকরেটে ২৮৬ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে এবারের আইপিএলের তালিকার দুইয়ে।
নারাইনের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। ৩৫ বছর বয়সী তারকাকে আগামী জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নিজেদের দেশে আয়োজন করতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উইন্ডিজ জার্সিতে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে নারাইন তাঁদের হতাশই করলেন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। কলকাতা ওপেনারকে ক্যারিবীয়দের হয়ে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালের আগস্টে। ২০২৩ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ওঠে, জাতীয় দলে ফিরতে পারেন নারাইন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য জানিয়ে দিয়েছে কলকাতা। নারাইনের যে কথা ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি আকারে দিয়েছে সেটি এমন—‘আমি সত্যিই খুশি ও বিনীত যে, আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেক লোক প্রকাশ্যে আমাকে অবসর থেকে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। আমি এই (অবসর) সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করেছি এবং কখনো হতাশ হতে চাই না। দরজা এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের জন্য যারা মাঠে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে তারা খুব কঠোর অনুশীলন করছে এবং সমর্থকদের চমৎকারিত্ব দেখানোটা তাদেরই প্রাপ্য। আরেকটি শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে—তাদের জন্য শুভকামনা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুটি (২০১২ ও ২০১৬) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সমান শিরোপা আছে শুধু ইংল্যান্ডের। ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপ জেতাতে ফাইনালে দারুণ ভূমিকা রেখেছিলেন নারাইন।
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে