শারজায় আফগানদের কাঁপাচ্ছেন মোস্তাফিজরা

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়েছে আফগানিস্তান। তিনটিই নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এসিবি

বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হলেও শারজায় তখন বেলা ২টা। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জ্বলে উঠেছেন মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। তপ্ত মরুর বুকে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানিস্তান রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।

শারজায় বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে মাঠে গড়াতেই হলো রেকর্ড। প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করল। মাইলফলকের ম্যাচটিতে বাংলাদেশের বোলারদের সামনে থরথর করে কাঁপছেন আফগান ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেটে ৬২ রান করেছে আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন আতাল। তবে উদ্বোধনী জুটিতে এসেছে ১১ বলে ৭ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে ডাউন দ্য উইকেটে খেলতে যান গুরবাজ। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৭ বলে ১ চারে ৫ রান করেন গুরবাজ।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রহমত শাহ। বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত আতাল ব্যাটিং করতে থাকেন ধীরেসুস্থে। দ্বিতীয় উইকেট জুটিতে রহমত-আতাল যোগ করেন ৩৩ বলে ২৩ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রহমতকে ফিরিয়েই আফগানিস্তানের ইনিংসে ভাঙন ধরানোর সূচনা করেন মোস্তাফিজ।

এক ওভার বিরতিতে এসে মোস্তাফিজ দিয়েছেন জোড়া ধাক্কা। দশম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে বাংলাদেশের বাঁহাতি পেসার ফিরিয়েছেন আতাল ও আজমতউল্লাহ ওমরজাইকে। ১ উইকেটে ৩০ রান থেকে মুহূর্তেই ৪ উইকেটে ৩৫ রানে পরিণত হয় আফগানরা। যেখানে আতাল ৩০ বলে ৩ চারে ২১ রান করেন। আউট হওয়া প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র তিনিই এলবিডব্লিউ হয়েছেন। বাকি তিন ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন।

শারজার পড়ন্ত বিকেলে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ বারবারই থেমে যাচ্ছে। কারণ তীব্র গরমে ক্রিকেটাররা একটু পরপরই অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে পঞ্চম উইকেটে ৫৫ বলে ২৭ রানের জুটি গড়েছেন হাশমাতুল্লাহ ও গুলবদিন নাইব। হাশমাতুল্লাহ ও নাইব ব্যাটিং করছেন ১৭ ও ১৫ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত