Ajker Patrika

সিরিজ বাঁচাতে বাংলাদেশের মেয়েদের দরকার ১৩৫ রান

ক্রীড়া ডেস্ক    
আয়ারল্যান্ডের দুই উইকেট নিয়েছেন নাহিদা। ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের দুই উইকেট নিয়েছেন নাহিদা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজ বাঁচাতে আজ জয় ছাড়া বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের। তার জন্য বাংলাদেশকে করতে হবে ১৩৫ রান।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় আইরিশ মেয়েরা। অ্যামি হান্টার (২৩) ও গ্যাবি লুইসের (১৪) ওপেনিং জুটিতেই পেয়ে যায় ৩৪ রান।

সেই জুটি ভাঙেন নাহিদা আক্তার। এরপরই ম্যাচ ফেরে বাংলাদেশ। পাওয়ার প্লেতে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ডের ১২.৩ ওভারে স্কোর দাঁড়ায়—৭৫/৩। মাথা ব্যথার কারণ হয়ে ওঠা ওরলা পেন্ডারগাস্টকেও ফেরান নাহিদা। আইরিশ ব্যাটার ২৫ বলে করেন ৩২ রান।

এরপর আইরিশদের রানের চাকা সচল রাখেন লরা ডিলানি। তাঁর ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত