ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কিছুটা হলেও শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়ার। তবে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াই। ইন্দোরে আজ তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অজিরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ১১ জয়, ৩ হার ও ৪ ড্রতে ৬৮.৫২ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অজিরা। তবে অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও বাকি আছে চার ম্যাচ। যেখানে ভারতের একমাত্র ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদে চতুর্থ টেস্ট। ৯ মার্চ শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জোহানেসবার্গে ৮ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবে এই দুই দল। আর শ্রীলঙ্কার বাকি আছে দুই ম্যাচ। ৯ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ওয়েলিংটনে ১৭ মার্চ শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট নির্ধারণে।
৬০.২৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। ১৭ ম্যাচ ১২৩ পয়েন্ট পেয়েছে ভারত। ভারতের প্রতিদ্বন্দ্বী এখানে তিনে থাকা শ্রীলঙ্কা। ১০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ৫৩.৩৩ শতাংশ এখন লঙ্কানদের। আহমেদাবাদ টেস্টে ভারত জিতলে তাদের হবে ৬২.৫০ শতাংশ। শ্রীলঙ্কা যদি দুটো ম্যাচ জেতে, তাদের হবে ৬১.১১ শতাংশ। যদি ভারত হেরে যায়, তাহলে তাদের হবে ৫৬.৯৪ শতাংশ। ড্র করলে ৫৮.৭৯ হবে রোহিত শর্মার দলের। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এখানে প্রভাব ফেলবে না। প্রোটিয়ারা তাদের একমাত্র ম্যাচ জিতলে হবে ৫৫.৫৫ শতাংশ। দক্ষিণ আফ্রিকা ১৪ ম্যাচে ৮৮ পয়েন্টে ৫২.৩৮ শতাংশ নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কিছুটা হলেও শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়ার। তবে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াই। ইন্দোরে আজ তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অজিরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ১১ জয়, ৩ হার ও ৪ ড্রতে ৬৮.৫২ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অজিরা। তবে অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও বাকি আছে চার ম্যাচ। যেখানে ভারতের একমাত্র ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদে চতুর্থ টেস্ট। ৯ মার্চ শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জোহানেসবার্গে ৮ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবে এই দুই দল। আর শ্রীলঙ্কার বাকি আছে দুই ম্যাচ। ৯ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ওয়েলিংটনে ১৭ মার্চ শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট নির্ধারণে।
৬০.২৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। ১৭ ম্যাচ ১২৩ পয়েন্ট পেয়েছে ভারত। ভারতের প্রতিদ্বন্দ্বী এখানে তিনে থাকা শ্রীলঙ্কা। ১০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ৫৩.৩৩ শতাংশ এখন লঙ্কানদের। আহমেদাবাদ টেস্টে ভারত জিতলে তাদের হবে ৬২.৫০ শতাংশ। শ্রীলঙ্কা যদি দুটো ম্যাচ জেতে, তাদের হবে ৬১.১১ শতাংশ। যদি ভারত হেরে যায়, তাহলে তাদের হবে ৫৬.৯৪ শতাংশ। ড্র করলে ৫৮.৭৯ হবে রোহিত শর্মার দলের। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এখানে প্রভাব ফেলবে না। প্রোটিয়ারা তাদের একমাত্র ম্যাচ জিতলে হবে ৫৫.৫৫ শতাংশ। দক্ষিণ আফ্রিকা ১৪ ম্যাচে ৮৮ পয়েন্টে ৫২.৩৮ শতাংশ নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাকি আর মাত্র এক রাউন্ড। লিগের শেষ রাউন্ড তথা সপ্তম রাউন্ড শুরু আগামীকাল থেকে। তবে এর আগেই ২৫ বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। গত দুই মৌসুম ধরে শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে। তবে এবার আর হতাশ হতে হয়নি।
৭ মিনিট আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১২ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১৩ ঘণ্টা আগে