ক্রীড়া ডেস্ক
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে