ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আরও ৪ দিন বাকি থাকলেও গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ। ভারতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে গতকাল অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের দল।
সেই জয়ের রেশ কাটতে না কাটতেই আজও দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের আনন্দ–ফুর্তিতে মাতিয়ে রেখেছে তারা। আজ মিডিয়া ডেতে সতীর্থদের সঙ্গে বেশ মজা করেছেন মিরাজ–নাসুম আহমেদরা। সামাজিক মাধ্যমে আইসিসির করা এক রিল পোস্টে তেমনি দেখা গেছে।
রিলের শুরুটা হয়েছে মোস্তাফিজুর রহমানের বল দেখানোর মাধ্যমে। এরপরেরই মিরাজ তাঁর চিরচেনা নাচ নিয়ে হাজির হন। দুই হাত দুই পায়ে দিয়ে কোমর দোলানো নাচ করেন তিনি। তাঁর নাচ শেষ হওয়ার পরক্ষণেই রাইফেল দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারের গুলি প্রতিহত করতে বক্সিংয়ের ভঙ্গিতে ঘুষি ছোড়েন শরীফুলের মতোই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া হাসান মাহমুদ।
কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ ম্যাচ ডেতে হয়ে গেলেন বলিউডের কিং খান। শাহরুখ খানের দুই হাত প্রসারিত করা রোমান্টিক উদ্যাপন করলেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় বলিউডের রোমান্স কিং দুই হাত প্রসারিত করে বুক বাড়িয়ে দেন অভিনেত্রী কাজলের জন্য ঠিক তেমনি যেন বিশ্বকাপ ট্রফিকে তাসকিন আগলে রাখতে চান তাসকিন। সেই দৃশ্যকে পূর্ণতা দিতেই যেন বুম হাতে অরিজিৎ সিংয়ের গান শুনিয়ে দিলেন স্পিনর নাসুম আহমেদ।
শেষটা হয় নাজমুল হোসেন শান্ত–সাকিব আল হাসানদের ব্যাট দিয়ে চার–ছক্কা হাঁকানোর মধ্যে দিয়ে। মাঝে মুশফিকুর রহিম খেলোয়াড় তালিকায় সাক্ষর করেন, ব্যাট হাতে বাঘের মতো গর্জন দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আর সবকিছুকে ফ্রেমবন্দী করতে ফটোগ্রাফার বনে যান পেসার শরীফুল।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আরও ৪ দিন বাকি থাকলেও গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ। ভারতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে গতকাল অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের দল।
সেই জয়ের রেশ কাটতে না কাটতেই আজও দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের আনন্দ–ফুর্তিতে মাতিয়ে রেখেছে তারা। আজ মিডিয়া ডেতে সতীর্থদের সঙ্গে বেশ মজা করেছেন মিরাজ–নাসুম আহমেদরা। সামাজিক মাধ্যমে আইসিসির করা এক রিল পোস্টে তেমনি দেখা গেছে।
রিলের শুরুটা হয়েছে মোস্তাফিজুর রহমানের বল দেখানোর মাধ্যমে। এরপরেরই মিরাজ তাঁর চিরচেনা নাচ নিয়ে হাজির হন। দুই হাত দুই পায়ে দিয়ে কোমর দোলানো নাচ করেন তিনি। তাঁর নাচ শেষ হওয়ার পরক্ষণেই রাইফেল দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারের গুলি প্রতিহত করতে বক্সিংয়ের ভঙ্গিতে ঘুষি ছোড়েন শরীফুলের মতোই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া হাসান মাহমুদ।
কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ ম্যাচ ডেতে হয়ে গেলেন বলিউডের কিং খান। শাহরুখ খানের দুই হাত প্রসারিত করা রোমান্টিক উদ্যাপন করলেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় বলিউডের রোমান্স কিং দুই হাত প্রসারিত করে বুক বাড়িয়ে দেন অভিনেত্রী কাজলের জন্য ঠিক তেমনি যেন বিশ্বকাপ ট্রফিকে তাসকিন আগলে রাখতে চান তাসকিন। সেই দৃশ্যকে পূর্ণতা দিতেই যেন বুম হাতে অরিজিৎ সিংয়ের গান শুনিয়ে দিলেন স্পিনর নাসুম আহমেদ।
শেষটা হয় নাজমুল হোসেন শান্ত–সাকিব আল হাসানদের ব্যাট দিয়ে চার–ছক্কা হাঁকানোর মধ্যে দিয়ে। মাঝে মুশফিকুর রহিম খেলোয়াড় তালিকায় সাক্ষর করেন, ব্যাট হাতে বাঘের মতো গর্জন দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আর সবকিছুকে ফ্রেমবন্দী করতে ফটোগ্রাফার বনে যান পেসার শরীফুল।
টেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
৮ মিনিট আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১২ ঘণ্টা আগে