টেস্ট চ্যাম্পিয়নশিপে ড্র হলে দুই দলই চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২১, ১৯: ৩৩
আপডেট : ২৮ মে ২০২১, ১৯: ৪২

ঢাকা: সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ জুন থেকে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু  ম্যাচটি ড্র কিংবা টাই হলে ফল নির্ধারণ হবে কীভাবে? এই সমস্যার সমাধান দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ ড্র হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এ ছাড়া ফাইনাল ম্যাচে আরও কিছু নিয়ম বেঁধে দিয়েছে আইসিসি। ফাইনালে এসজি কিংবা কোকাবুরা নয় ব্যবহার হবে  ডিউক বল। একই সঙ্গে প্লেয়ার রিভিউ, ডিআরএস ও শর্ট রানের রিভিউর ক্ষেত্রে বদল এনেছে আইসিসি। 

ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থাও। ম্যাচ ড্রয়ের সঙ্গে এই রিজার্ভ ডের কোনো সম্পর্ক নেই। পাঁচ দিন স্বাভাবিকভাবে খেলা মাঠে গড়ালে রিজার্ভ ডেতে আর নেওয়া হবে না। যদি বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে নির্ধারিত দিনের খেলা বিঘ্নিত হয় তবে রিজার্ভডেতে নেওয়া হবে ফাইনাল ম্যাচ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত