ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলের যেন ‘ত্রাতা’ হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচসেরা হয়েছেন মিরাজ। সিরিজ জয়ের নায়ক হওয়ার সফলতার রহস্য জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ইনিংসের শেষ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে মিরাজ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
কঠোর পরিশ্রমকেই সফলতার কারণ হিসেবে মনে করছেন মিরাজ। একই সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ার সঙ্গী রিয়াদেরও প্রশংসা করেছেন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কিছু জায়গায় আমার ফোকাস করা দরকার ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে কোচ আমাকে অনেক তথ্য দিয়েছেন। তিনি (মাহমুদুল্লাহ) সিনিয়র ক্রিকেটার এবং আমরা জুটি গড়তে চেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল এবং বোলিংয়ের সময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
বাংলাদেশ ক্রিকেট দলের যেন ‘ত্রাতা’ হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচসেরা হয়েছেন মিরাজ। সিরিজ জয়ের নায়ক হওয়ার সফলতার রহস্য জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ইনিংসের শেষ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে মিরাজ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
কঠোর পরিশ্রমকেই সফলতার কারণ হিসেবে মনে করছেন মিরাজ। একই সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ার সঙ্গী রিয়াদেরও প্রশংসা করেছেন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কিছু জায়গায় আমার ফোকাস করা দরকার ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে কোচ আমাকে অনেক তথ্য দিয়েছেন। তিনি (মাহমুদুল্লাহ) সিনিয়র ক্রিকেটার এবং আমরা জুটি গড়তে চেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল এবং বোলিংয়ের সময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে