ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসানের ব্যর্থতার পাল্লা ভারী ছাড়া আর কিছু হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই তাঁর ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না। তাঁর দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস আজ খেলেছে সিয়াটল অর্কাসের বিপক্ষে। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৭ রান। সেটার চেয়েও তাঁর আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ১৩তম ওভারের প্রথম বলটি সাকিবকে লেগসাইড বরাবর ফুলটস ছোড়েন সিয়াটলের বাঁহাতি স্পিনার হারমিত সিং। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন সাকিব। শর্ট ফাইন লেগে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন ইমাদ ওয়াসিম। সাকিবের ছোট্ট ইনিংসে একটি চারও রয়েছে। বরাবরের মতো যাচ্ছে তাই বোলিং করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ২ ওভারে ২৩ রান খরচ করে একটি উইকেটেরও দেখা পাননি। ডট দিয়েছেন ১টি এবং ২টি ছক্কা হজম করেছেন। সিয়াটলের ইনিংসের ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সাকিবকে টানা দুই ছক্কা মারেন রায়াল রিকেলটন।
১৬৯ রান তাড়া করতে নেমে সিয়াটল অর্কাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৭ রানে। তৃতীয় ওভারের চতুর্থ বলে নুমান আনোয়ারকে বোল্ড করেন স্পেনসার জনসন। ৭ বলে ১ চারে করেন ৯ রান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডি কক ও রিকেলটনের রসায়নটা জমে ওঠে। ১ বল হাতে রেখে সিয়াটল ৯ উইকেটের জয় পেলেও ডি কক-রিকেলটন সাবলীল ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন দুই প্রোটিয়া ব্যাটার। ৬৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিকেলটন। লস অ্যাঞ্জেলেসের পেসার জনসন ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। এখানে কিপ্টেমির পরিচয় দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সুনীল নারাইন। ৬.২৫ ইকোনমিতে ৪ ওভারে দিয়েছেন ২৫ রান।
টস জিতে সিয়াটল অর্কাস অধিনায়ক হেনরিখ ক্লাসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ করেছে লস অ্যাঞ্জেলেস। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জেসন রয়। ৫২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৪ ছক্কা। তবে সাকিবদের স্কোর ১৬০ পেরিয়েছে ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই। পাঁচ নম্বরে নেমে ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার। সিয়াটলের জামান খান ও হারমিত নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট পেয়েছেন ক্যামেরন গ্যানন।
সাকিব আল হাসানের ব্যর্থতার পাল্লা ভারী ছাড়া আর কিছু হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই তাঁর ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না। তাঁর দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস আজ খেলেছে সিয়াটল অর্কাসের বিপক্ষে। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৭ রান। সেটার চেয়েও তাঁর আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ১৩তম ওভারের প্রথম বলটি সাকিবকে লেগসাইড বরাবর ফুলটস ছোড়েন সিয়াটলের বাঁহাতি স্পিনার হারমিত সিং। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন সাকিব। শর্ট ফাইন লেগে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন ইমাদ ওয়াসিম। সাকিবের ছোট্ট ইনিংসে একটি চারও রয়েছে। বরাবরের মতো যাচ্ছে তাই বোলিং করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ২ ওভারে ২৩ রান খরচ করে একটি উইকেটেরও দেখা পাননি। ডট দিয়েছেন ১টি এবং ২টি ছক্কা হজম করেছেন। সিয়াটলের ইনিংসের ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সাকিবকে টানা দুই ছক্কা মারেন রায়াল রিকেলটন।
১৬৯ রান তাড়া করতে নেমে সিয়াটল অর্কাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৭ রানে। তৃতীয় ওভারের চতুর্থ বলে নুমান আনোয়ারকে বোল্ড করেন স্পেনসার জনসন। ৭ বলে ১ চারে করেন ৯ রান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডি কক ও রিকেলটনের রসায়নটা জমে ওঠে। ১ বল হাতে রেখে সিয়াটল ৯ উইকেটের জয় পেলেও ডি কক-রিকেলটন সাবলীল ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন দুই প্রোটিয়া ব্যাটার। ৬৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিকেলটন। লস অ্যাঞ্জেলেসের পেসার জনসন ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। এখানে কিপ্টেমির পরিচয় দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সুনীল নারাইন। ৬.২৫ ইকোনমিতে ৪ ওভারে দিয়েছেন ২৫ রান।
টস জিতে সিয়াটল অর্কাস অধিনায়ক হেনরিখ ক্লাসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ করেছে লস অ্যাঞ্জেলেস। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জেসন রয়। ৫২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৪ ছক্কা। তবে সাকিবদের স্কোর ১৬০ পেরিয়েছে ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই। পাঁচ নম্বরে নেমে ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার। সিয়াটলের জামান খান ও হারমিত নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট পেয়েছেন ক্যামেরন গ্যানন।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে